সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা নভেম্বর দিওয়ালির কথা মাথায় রেখেই মুক্তি পেয়েছে ‘সিংহম এগেইন’। এবারে রামায়ণের মোড়কে গল্প সাজিয়েছেন রোহিত শেট্টি। তবে ধর্মীয় বিষয় নিয়ে ছবি তৈরি করতে এখন যে বেশ বেগ পেতে হয় সেকথা স্বীকার করে নিলেন পরিচালক। ঠিক যেমন ‘সিংহম’ সিরিজের নতুন ছবি তৈরির সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণের একসঙ্গে করা দৃশ্যগুলো নিয়ে বাড়তি সতর্ক থাকতে হয়েছিল তাঁকে।
অজয় দেবগন ও রোহিত শেট্টির কম্বিনেশন বলিউডকে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে। এর মধ্যে অন্যতম ‘সিংহম’ সিরিজ। নায়ক-পরিচালকের এই হিট জুটি ‘দ্য রণবীর আলহাবাদিয়া শো’য়ে গিয়েছিলেন। সেখানেই ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি সংক্রান্ত মন্তব্যটি করেন।
অজয়-রোহিত কি ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে চাইবেন? এই প্রশ্নই করা হয়েছিল। রোহিত জানান, যেহেতু বিষয়টি স্পর্শকাতর সেই কারণেই তিনি এবিষয়ে তেমনভাবে ভাবেননি। পরিচালক বলেন, “বলা যায় না, আজকাল কে, কখন, কোন বিষয় নিয়ে আপত্তি তোলে। কার কোন বিষয় খারাপ লেগে যায়।” রোহিতের এই কথার রেশ ধরেই অজয় দেবগন বলেন, “খুবই সমস্যার বিষয়।”
দীপিকা-রণবীরের রসায়ন সংক্রান্ত কথাটি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন রোহিত। পরিচালক জানান, যেহেতু রণবীরের চরিত্রটির অনুপ্রেরণা হনুমান, সেহেতু তাঁর সঙ্গে দীপিকার সিনগুলো শুট করার সময় বাড়তি সতর্ক থাকতে হয়েছিল। কোনওভাবে যাতে দুজনের মধ্যে কোনও রোম্যান্টিকতার আভাস না পাওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হোতো। “রামায়ণ নিয়ে কাজ করতে গেলে সবার ভাবাবেগের কথা মাথায় রাখতে হয়”, বলেন পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.