ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মা হওয়া নয় মুখের কথা’। সাড়ে তিন মাসের ছেলেকে সঙ্গে নিয়েই কাজে ফিরছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। এ যেন রূপসার এক নতুন শুরু। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে তা জানিয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে মেকআপ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন রূপসা। ক্যাপশনে জানিয়েছেন, তাঁর নতুন এই জার্নি ও সন্তানকে সঙ্গে নিয়ে শুটিং ফ্লোরে ফেরার কথাও। শুটিংয়ের ফাঁকেই মেকআপ রুমে ছেলেকে সামলাবেন বলে জানা যাচ্ছে।
অনেকদিন পর আবারও কাজে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত রূপসা। সন্তানকে সঙ্গে নিয়ে শুটিংয়ে ফিরবেন বলে সেই আনন্দ যেন দ্বিগুণ হয়েছে তাঁর। একটি নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করছেন অভিনেত্রী। আর তারই লুক টেস্টে ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। তবে শুধু লুক টেস্ট নয়, গোটা শুটিংয়েও ছেলেকে নিয়েই সে আসবে বলে জানা যাচ্ছে। সঙ্গে নাকি থাকবেন অভিনেত্রীর মা। রূপসা যখন ফ্লোরে থাকবেন তখন তিনিই রূপসার সাড়ে তিন মাসের ছেলেকে আগলে রাখবেন।
View this post on Instagram
শোনা যাচ্ছে, যেহেতু সন্তান এখনও স্তন্যপান করে তাই তাকে বাড়িতে রেখে শুটিংয়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না রূপসা (Rupsa Chatterjee)। তাই তাকে সঙ্গে নিয়ে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত। ছেলের খিদে পেলে সেখানেই নাকি শুটিংয়ের ফাঁকে স্তন্যপান করাবেন অভিনেত্রী। একই সঙ্গে রূপসা চান তাঁর সন্তান ছোট থেকেই এটা জেনে বড় হোক যে তার মা কী কাজ করে। তবে শুধু জন্মের পরেই যে রূপসার সন্তান মায়ের কাজের সাক্ষী হতে চলেছে এমনটা নয়। অন্তঃসত্ত্বা অবস্থায় ‘বিনোদিনী’ ছবির প্রচারে এসেছিলেন রূপসা। আনন্দ ছিল তাঁর চোখে মুখে। রূপসার সন্তান গর্ভে থাকার সময় থেকেই মায়ের কাজের শরিক। কাজেই বলা যায় অনেক আগে থেকেই রূপসার খুদে সন্তান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সবকিছুর সঙ্গেই অভ্যস্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.