সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারদোৎসবের আবহেই মনের মানুষ সায়নদীপ সরকারকে নিয়ে ছাদনাতলায় বসেছিলেন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। অক্টোবরের ৩ তারিখ, গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন তাঁরা। এবার বিয়ের মাস ঘুরতেই সুখবর শুনিয়ে ছিলেন রূপসা চট্টোপাধ্যায়। আর এবার বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটো শুটে রূপসা। সঙ্গে অবশ্যই তাঁর মনের মানুষ সায়নদীপ।
সন্তান আসার সুখবর জানিয়ে রূপসা ও সায়নদীপ বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, কেকের উপর লেখা- ‘হবু মা-বাবা।’ আবার কোনও ছবিতে বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ের মাঝে গোলাপি রঙের ছোট্ট মিষ্টি জুতো রূপসার হাতে। বন্ধুরাই রূপসা-সায়নদীপকে এমন সারপ্রাইজ উপহার দিয়েছেন সম্ভবত। আরেকটি ছবিতে দেখা গেল, ট্রে-র উপর একদিকে রাখা নীল রঙের ছোট্ট কাপড়, আরেকদিকে গোলাপি রঙের ছোট্ট জুতো। দম্পতিকে দেখা গেল, গোলাপি জুতো হাতে। রূপসা-সায়নদীপ যে কন্যাসন্তান চাইছেন, সেই ইঙ্গিতই দিয়েছিলেন তাঁরা। মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ রূপসা চট্টোপাধ্যায়।
View this post on Instagram
সোশাল মিডিয়ায় রূপসা এবং সায়নদীপ জানিয়েছেন, “এখন থেকে সম্ভবত সব শিশুদিবসই আমাদের কাছে বিশেষ হতে চলেছে এবার থেকে। কারণ পরের বছর থেকে আমাদের সঙ্গে থাকবে আমাদের জুনিয়র। খুদে আসছে। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.