সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের জীবনের বড় মুহূর্তগুলোকে যত্নে রাখতে ভালোবাসেন রূপসা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সায়নদীপ চট্টোপাধ্যায়। তা নিজেদের বিয়েই হোক বা সন্তানের জীবনের প্রথম বড় অনুষ্ঠান কোনওটাতেই খামতি রাখেন না তাঁরা। ছেলের ছ’মাস বয়স হতেই, সপ্তাহখানেক আগে হয়েছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। গোপালের বেশে সাজিয়ে দিয়েছিলেন ছেলেকে। এবার দাদুর বড়িতে অগ্নির মামাভাতের আয়োজন হল।
খুদে অগ্নিকে এদিন লাল পাঞ্জাবি ও লাল সুতোর কাজ করা সাদা ধুতিতে সাজিয়েছিলেন রূপসা। রূপসা নিজে পরেছিলেন লাল সাদা রঙের সিল্কের শাড়ি, গা ভর্তি গয়না, কপালে লাল টিপ। এককথায় বাঙালি সাজে সেজে উঠেছিলেন এদিন অভিনেত্রী। রূপসা ও অগ্নির সঙ্গে রংমিলান্তি পোশাকে এদিন সেজেছিলেন সায়নদীপও। পরেছিলেন লাল পাঞ্জাবি ও সাদা ধুতি। দুই বাড়ির সদস্যদের উপস্থিতিতে এদিন আয়োজিত হয় রূপসা ও সায়নদীপপুত্র অগ্নির মামাভাত।
এদিন অগ্নির মামাভাতের অনুষ্ঠানে ছিল ভূরিভোজের আয়োজন। মেনুতে ছিল কচুরি, আলুরদম, ফিশ কবিরাজি, পটলের দোলমা থেকে ইলিশ, চিংড়ি, মাটনের নানা পদ। শেষপাতে ছিল মিষ্টি। এছাড়াও কেক কেটে অগ্নির এই বিশেষ দিনের সেলিব্রেশনে মাতেন রূপসা ও সায়নদীপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.