Advertisement
Advertisement
Saayoni Father

হাসপাতালে বাবা, আবেগঘন পোস্ট সায়নীর

কী হয়েছে তারকা সাংসদের বাবার?

Saayoni Ghosh's father in Hospital
Published by: Suparna Majumder
  • Posted:November 5, 2024 1:10 pm
  • Updated:November 5, 2024 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাবা সমর ঘোষ। তারকা নিজেই ছবি পোস্ট করেছেন। আর ছবির ক্যাপশনে দিয়েছেন আবেগঘন বার্তা। শোনা গিয়েছে, সপ্তাহ খানেক ধরেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন সায়নীর বাবা।

Saayoni Father

Advertisement

কী হয়েছে সায়নীর বাবার? এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, সপ্তাহ খানেক আগে বাড়িতে জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে আছেন তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে। এমনটাই খবর। শোনা এও গিয়েছে, খুব শিগগিরিই সায়নীর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)

উল্লেখ্য, বছরের শুরুতেই মাকে হারিয়েছেন সায়নী। কখনওই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনও কিছুই বলতে শোনা যায়নি সায়নীকে। তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোট প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে।

বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সায়নীর মা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ জানুয়ারি নিজের জন্মদিনে মায়ের শ্রাদ্ধকর্ম করেছিলেন তারকা সাংসদ। তবে সায়নীর বাবার শারীরিক অবস্থা এখন আগের থেকে ভালো বলেই খবর। হয়তো মঙ্গলবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। বাবার সঙ্গে হাসপাতাল থেকে ছবি শেয়ার করে ক্যাপশনে তারকা লিখেছেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে / তোমার নামেই যতো জোছনা নিলাম।/ ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, / আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement