Advertisement
Advertisement
Salman Khan

সলমনকে বিয়ের প্রস্তাব বিদেশিনীর! উত্তরে কী বললেন ভাইজান?

সম্প্রতি সোশাল মিডিয়ায় সলমনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।

Salman Khan gets marriage proposal video goes Viral
Published by: Akash Misra
  • Posted:September 30, 2024 9:11 pm
  • Updated:September 30, 2024 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের তিনি এলিজেবল ব্যাচেলার। তাঁর বিয়ে নিয়ে, বলিউডের নানা গুঞ্জন। কিন্তু বিয়ের কথা শুনলেই সলমন একেবারে স্পিক টি নট। বরং নানাভাবে এড়িয়ে যান সেকথা। তবে কয়েক বছর আগে এক বিদেশিনীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে রীতিমতো বিপাকে পড়েছিলেন সলমন।

ঠিক কী ঘটেছিল?

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় সলমনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একটি ফিল্মি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি ভাইজান। ঠিক তখনই সাংবাদিকদের মাঝখান থেকে এক মহিলা রীতিমতো চিৎকার করে উঠলেন। সলমনকে সোজা বললেন, আমি আপনাকে বিয়ে করতে চাই! আর আপনাকে বিয়ে করার জন্য আমি আমেরিকা থেকে উড়ে এসেছি। সলমনের সোজা উত্তর, আপনি মনে হয় শাহরুখকে খুঁজছেন! মহিলার স্পষ্ট জবাব, নাহ, আমি সলমক মানে আপনাকে ভালোবাসি! এরপরই কাহিনিতে টুইস্ট। একটু লজ্জা পেয়ে সলমন জানালেন, অনেক দেরি করে ফেলেছেন। ২০ বছর আগে এলে, ভেবে দেখা যেত! সলমনের এমন জবাবে হেসে উঠেছিল অনুষ্ঠানে উপস্থিত সবাই।

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে ‘দাবাং’ মেজাজেই ‘সিকন্দর’ ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেন সলমন খান (Salman Khan)। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস। এর মধ্যেও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছবি। দাবি করা হচ্ছে, এই ছবি ‘সিকন্দর’ সিনেমার শুটিংয়ের। আর তাতে মারকাটারি অ্যাকশনের মুডে রয়েছেন সলমন খান।

তিনি সলমন দাবাং খান। তাঁর বাড়ি গ্যালাক্সিতে গুলিবর্ষণের পরেও, ঘরের ভিতর ভয় পেয়ে বসে নেই তিনি। বরং এই ঘটনার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরই বুক চিতিয়ে বাড়ির বাইরে বেরিয়েছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই নাকি শুরু হয়েছে সলমন এই নতুন ছবির শুটিং। খবর অনুযায়ী, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই শুটিং করছেন সলমন।

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন। তা সে শাহরুখের ‘জওয়ান’ (পরিচালক অ্যাটলি) হোক বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ (পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা)। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান। আগামী বছরের ইদে ‘সিকন্দর’ মুক্তি পাওয়ার কথা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement