সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটেও তিনি বহিরাগত নন। আমন্ত্রণে সাড়া দিয়েই নাকি সলমনের বাড়িতে আসা তাঁর। তবে সেকথায় পুলিশ আমল দিতে চায়নি। কার্যত বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। বিনা অনুমতিতে সলমন খানের বাড়িতে ঢোকার অভিযোগে ধৃত ইশা ছাবরিয়া নাকি পুলিশি জেরায় একথাই দাবি করেছেন। এই দাবির আদৌ কোনও সারবত্তা আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের কাছে ধৃত ইশা ছাবরিয়া নাকি দাবি করেছেন তিনি পেশায় মডেল। খর এলাকার বাসিন্দা। মাসছয়েক আগে একটি পার্টিতে সলমনের সামনে মুখোমুখি সাক্ষাৎ। সেই সময় থেকে আলাপ হয় তাঁর। ভাইজান নাকি তাঁকে আমন্ত্রণ করেছিলেন। সে কারণেই নাকি মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যান। ভিতরে ঢোকেন। দরজা ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করেন। সেই সময় নাকি সলমনের পরিবারের এক সদস্যের সঙ্গে তাঁর দেখাও হয়। যদিও সলমনের পরিবারের কেউ এই আমন্ত্রণের কথা স্বীকার করেননি। ভাইজানের তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া। এদিকে, সলমনের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ধৃত জিতেন্দ্র কুমার সিং। গত ২০ মে, ওই ব্যক্তি সলমনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। তিনি আবার ছত্তিশগড়ের বাসিন্দা। বলিউড মাধ্যম সূত্রে খবর, তিনি নিজেকে সলমনের বড় ভক্ত বলে দাবি করেন।
গতবছর থেকেই লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। নেপথ্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যার জেরে ঘুম ছুটেছে ভাইজান ঘনিষ্ঠদের। কড়া নিরাপত্তাবলয় বেষ্টিত হয়ে সর্বত্র চলাফেরা করতে হয়। বলিউড সুপারস্টারের গতিবিধিও বর্তমানে মাপা। তাঁর জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যেই। গতবছর এপ্রিল মাসে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ করে বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। যার জেরে বাংলোর বারান্দাটিকেও বুলেট প্রুফ কাচ দিয়ে মুড়ে ফেলেছেন ভাইজান। গ্যালাক্সির বাইরেও সর্বক্ষণ কড়া নিরাপত্তা থাকে। তবে এরকম নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও পরপর দু দিন সলমনের বাংলোতে ঢুকে পড়ল দুই অনাহূত। কীভাবে সম্ভব, তা নিয়ে চলছে জোর চর্চা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.