সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-সলমন মানেই প্রযোজকদের ক্যাশবাক্সে লক্ষ্মীর কৃপা। এযাবৎকাল পর্দায় বলিউডের খান সাম্রাজ্যের দুই সুপারস্টারের ‘ভাইচারা’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। যশ রাজ ফিল্মস-এর ‘গোয়েন্দা ব্রহ্মাণ্ডে’ও পৃথকভাবে মার্কশিটে দারুণ নম্বর তুলেছিলেন ‘পাঠান’ এবং ‘টাইগার’। আর সেই সাফল্য দেখেই স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ডবল ধামাকা দিতে চেয়েছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। ঠিক করেছিলেন, পর্দায় ‘করণ-অর্জুন’দের লড়িয়ে দিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ উপহার দেবেন। তাছাড়া শাহরুখ-সলমনের দ্বৈরথ যে সিনেপর্দা কাঁপিয়ে বক্স অফিসেও দারুণ ব্যবসা দেবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন শোনা যাচ্ছে, সেই মেগাবাজেট সিনেমার কাজটাই নাকি বানচাল হয়ে গিয়েছে!
মাস খানেক আগে সলমন নিজমুখেই বলেছিলেন, ‘টাইগার ভার্সেস পাঠান’-এর কাজ আপাতত হচ্ছে না। তার পর থেকে সব চুপ! কোনও আপডেট নেই। যশ রাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের যে দুই সিনেমা বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল, সেই ‘পাঠান’ আর ‘টাইগার’কে একফ্রেমে ধরতে বাদ সাধল কোথায়? বলিউড মাধ্যম সূত্রে খবর, শাহরুখ-সলমন দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, ‘করণ-অর্জুন’ দুজনেই রাজি। এমনকী চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি প্রস্তুত। শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা। সেইমতোই শাহরুখ-সলমনের ভক্তশিবির অপেক্ষায় ছিল, কবে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে? যদিও এপ্রসঙ্গে কোনওরকম অফিশিয়াল বিবৃতি জারি করেনি যশ রাজ ফিল্মস তবে এবার জানা গেল, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে। তাই দেরি হচ্ছে। কারণ আদিত্যর ‘পাখির চোখ’ বর্তমানে হৃতিক রোশনের ‘ধুম ৪’। প্রযোজক নিজেই পরিচালক শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষপর্যায়ের কাজে ব্যস্ত। তাই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভবিষ্যৎ নাকি আপাতত অনির্দিষ্ট! অতঃপর কবে যে শাহরুখ-সলমনের দ্বৈরথ পর্দায় দেখা যাবে? সেই উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে।
প্রসঙ্গত, ৩০ বছর আগে ‘করণ-অর্জুন’ ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে গোটা সিনেমাজুড়ে দুই তারকার দ্বৈরথের সাক্ষী থাকেননি দর্শকরা। যদিও পরবর্তীতে শাহরুখ-সলমন একে অপরের সিনেমায় ক্যামিওর চরিত্রে ধরা দিয়েছেন, তবে প্রযোজক আদিত্য চোপড়া চমকে দেওয়ার মতো পরিকল্পনা করেছিলেন। আগেভাগেই শোনা গিয়েছিল যে, যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনির্ভাস’ তৈরি করতে চলেছেন আদিত্য। যেখানে ‘টাইগার’, ‘কবীর’, ‘পাঠান’দের একসঙ্গে দেখা যাবে। তবে এবার প্রকাশ্যে এল নতুন তথ্য! প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রযোজক আদিত্য চোপড়া নাকি আলাদা করে শাহরুখ, সলমন দুজনের সঙ্গেই মিটিং করেছিলেন। শুধু তাই নয়, দুই তারকারই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর গল্প বেশ মনে ধরেছিল।
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিওর চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন সলমন খান। ‘টাইগার’-এর তিন নম্বর ফ্র্যাঞ্চাইজিতে ভাইজানকে বাঁচাতে পাকিস্তানে গিয়েছিলেন শাহরুখ। আরেকটু খোলসা করে বলতে গেলে, ‘টাইগার ৩’ ছবির এক দৃশ্যে সলমন খানকে জেল ভেঙে বের করতে দেখা যায় ‘পাঠান’ শাহরুখকে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি টাকা খরচ করেছিলেন। আর সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির পরিকল্পনার সূত্রপাত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.