Advertisement
Advertisement
Spirit

দীপিকাকে ছেঁটে বিশ বাঁও জলে ‘স্পিরিট’! বিতর্কিত ছবির শুটিং নিয়ে কী আপডেট দিলেন ভাঙ্গা?

কবে থেকে শুরু হচ্ছে 'স্পিরিট' ছবির শুটিং?

Sandeep Reddy Bhanga's film Spirit's shooting will start soon
Published by: Arani Bhattacharya
  • Posted:July 5, 2025 2:25 pm
  • Updated:July 5, 2025 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল সাম্প্রতিককালে। আট ঘন্টার শিফটে শুটিং করার শর্ত দেওয়ায় ও আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করায় ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাড়ুকোন। এরপর দানা বেঁধেছিল বিতর্ক। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল এই ছবির ভবিষ্যৎ নিয়ে। আদৌ কি বিতর্কের অবসান ঘটিয়ে শুরু হবে এই ছবির শুটিং? এবার সেই বিষয়েই বড়সড় আপডেট দিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

Advertisement

কবে থেকে শুরু হচ্ছে ‘স্পিরিট’ ছবির শুটিং? শোনা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরেই নাকি শুটিং শুরু হবে ভাঙ্গার ছবির। হাতে গোনা তারকা নিয়েই শুরু হবে এই ছবির প্রথম দফার শুটিং। সেপ্টেম্বরেই শুটিংয়ে তৃপ্তি দিমরি যোগদান করলেও প্রভাস যোগদান করবেন নভেম্বরে। উল্লেখ্য, এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরি ও সুপারস্টার প্রভাসকে। নতুন ছবির শুটিংয়ের জন্য তৃপ্তি প্রথম থেকেই উৎসাহী ছিলেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ‘স্পিরিট’ ছবির আবহসঙ্গীত নির্মাণের কাজ শেষ করে ফেলেছেন। সেই দায়িত্বে রয়েছেন হর্ষবর্ধন রামেশ্বরম। শুধু তাই নয় এই ছবিতে একাধিক সংগীত পরিচালক সামলাবেন সংগীত পরিচালনার দায়িত্ব। তেলুগু ছাড়াও হিন্দি-সহ অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

অন্যদিকে মা হওয়ার পর নতুন ছবির শুটিংয়ের ক্ষেত্রে কিছু শর্ত রেখেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর সময় বেঁধে কাজ করার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তারকা থেকে আমজনতা প্রায় সকলেই। এই ঘটনার পর একে একে মুখ খুলেছেন বহু অভিনেতা-অভিনেত্রী। বলিউডের পদ্মাবতী সাফ জানিয়েছিলেন যে, কঠিন সময়ে মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি। দীপিকার এই সিদ্ধান্তে পরিচালক ভাঙ্গা তাঁকে অপেশাদার বলে সম্বোধন করেন। নারীবাদ নিয়েও তাঁকে বিঁধেছেন পরিচালক। সবটাই শান্তভাবে সামলেছেন অভিনেত্রী। বড় ছবির কাজ ছেড়ে দেওয়া নিয়ে কোনও আফসোস নেই দীপিকার। এইমুহুর্তে মাতৃত্বকেই প্রাধান্য দিতে চান রণবীর ঘরনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement