Advertisement
Advertisement

Breaking News

Saurav Das

সব চরিত্রই ‘গিরগিটি’র মতো! সৌরভের নতুন থ্রিলারে চমক

রহস্য, রোমাঞ্চে মোড়া গল্প কবে মুক্তি পাচ্ছে?

Saurav Das's new Bengali film Girgiti
Published by: Sandipta Bhanja
  • Posted:February 7, 2025 4:00 pm
  • Updated:February 7, 2025 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালের নিয়মে মানুষের চরিত্রও বদলায়। ঋতুবদলের মতো পালটে যায় সম্পর্কের সমীকরণগুলোও। জটিল ধাঁধায় মোড়া সম্পর্কের সুতো জড়িয়ে গিয়ে নতুন মোড় আসে। তেমনই এক রহস্য, রোমাঞ্চে মোড়া সম্পর্কের গল্প নিয়ে সৌরভ দাসের (Saurav Das) পরবর্তী ছবি। গল্পের মধ্যেই সিনেমার নামের ইঙ্গিত। থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘গিরগিটি’।

সম্প্রতি ছবির কাজ শেষ হয়েছে। প্রধান চরিত্রে সৌরভ দাস। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল রায়, জ‌্যামি বন্দ্যোপাধ‌্যায়। পরিচালনায় অর্পণ সরকার। গল্পটা কীরকম? পরিচালক জানালেন, “এটা থ্রিলার ছবি। গিরগিটি যেমন রং বদলায়, অনেক মানুষ আছেন যাঁরা সময়ের সঙ্গে সঙ্গে গিরগিটির মতো রং পালটান। আমার ছবিতে সবকটা চরিত্রই সময়মতো রং বদলাচ্ছে। আর অনেক সময় ঠিক মানুষকে চিনতে পারি না আমরা। ভুল মানুষকেই কাছের মানুষ বলে বিশ্বাস করে ফেলি। ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে। এমন একটা বিষয় নিয়েই ছবির কাহিনি।”

Advertisement

গল্পের কেন্দ্রীয় চরিত্র তানিয়া (পায়েল) আদতে কোচবিহারের মেয়ে। জেলা থেকে কলকাতা শহরে এসেছে অনেক স্বপ্ন নিয়ে। তানিয়ার এক রহস‌্যময় অতীত রয়েছে। তানিয়া সম্পর্কে জড়ায় রীতেশ (সৌরভ) নামে এক সফল ব‌্যবসায়ীর সঙ্গে। ঘটনাচক্রে তার প্রাক্তন প্রেমিকার নামও তানিয়া। তানিয়া আর রীতেশ মিলে একটা ক‌্যাফে খোলে এবং একসঙ্গে থাকতে শুরু করে। কিন্তু বোঝা যায় তানিয়া কিছু গোপন রেখেছে রীতেশের কাছে। এর মধ্যেই জয় (জ‌্যামি) নামের একজন প্রবেশ করে তাদের জীবনে। তানিয়াকে সে অনুসরণ করতে থাকে সর্বত্র। এই জয় কে? এরপরে কি তানিয়া-রীতেশের জীবনে ভয়ংকর কিছু ঘটবে? এমন আশঙ্কা নিয়ে ছবি এগোবে ক্লাইম‌্যাক্সের দিকে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে আগামী মার্চ মাসে রিলিজ করবে এই ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement