সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বে তাঁর খ্যাতি। আধডজন জাতীয় পুরস্কার, আবার জোড়া অস্কার। এ আর রহমান মানেই সুরের ম্যাজিক। এমন মানুষের কাছে বড় প্রাপ্তি সায়ন্তনী গুহঠাকুরতার (Sayantani Guhathakurta)। অভিনেত্রীর সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী। আবার তাঁর পোস্ট করা ছবি নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।
‘বিয়ন্ড রহমান: কালচার গ্লোবালি’ বই প্রকাশের অনুষ্ঠানের জন্যই কলকাতায় আসেন রহমান। এই অনুষ্ঠানেই পৃথ্বীরাজ চৌধুরীর আমন্ত্রণে গিয়েছিলেন সায়ন্তনী। ঊষা উত্থুপ, অরিন্দম শীল, রাজর্ষি দে, রাঘব চট্টোপাধ্যায়ও ছিলেন অনুষ্ঠানে। রহমানের জন্য অপেক্ষা করতে করতে একটি বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সায়ন্তনী। তাও রহমানের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়। তার পর সেলফি পর্ব।
সায়ন্তনীর কথায়, “ছবি তোলার ব্যাপারটাও মজা হয়েছে। সবাই ভিড় করে ছবি তুলছে। আমার তো ডান পায়ে চোট আছে। অনেকটাই রিকভার করেছি। কিন্তু ভয় পাচ্ছিলাম। কীভাবে ভিড়ের মধ্যে যাব! ওনার চারপাশে তো নিরাপত্তারক্ষীরাও রয়েছে। দূর থেকেই বললাম, ‘আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি?’ শুনেই কাছে ডেকে নিলেন। হাসিমুখে দিলেন পোজ।”
সংবাদ প্রতিদিন ডিজিটালকে অভিনেত্রী বলেন, “এ আর রহমান আমার অত্যন্ত পছন্দের একজন সঙ্গীত পরিচালক। প্রথম যে প্রেমের গান মন ছুঁয়ে গিয়েছিল তাও রহমানের ‘তু হি রে’। মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে। যেমন আমার স্বপ্ন ছিল এ আর রহমানের সঙ্গে একবার দেখা হোক। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এর জন্য পৃথ্বীরাজ চৌধুরী অনেক ধন্যবাদ। তিনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার প্রোফাইলে আমার পোস্ট শেয়ার করেছেন এটাই আমার কাছে বড় পাওয়া। আমি যে আছি এ পৃথিবীতে সেটা উনি জেনেছেন। তার পর আমি ছবি-ভিডিও শেয়ার করি। যার একটি আবার উনি ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন। এটা খুব বড় পাওয়া। খুব এক্সাইটেড আপ্লুত, অভিভূত।” এবার সায়ন্তনীর চোখে একটাই স্বপ্ন। একদিন যদি বলিউড বাদশা শাহরুখ খানের সান্নিধ্য পান!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.