সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খান প্রযোজিত ‘লাভযাত্রী’ নিয়ে আর কোনও মামলা দায়ের করা যাবে না৷ বৃহস্পতিবার সিদ্ধান্তের কথা জানাল দেশের সর্বোচ্চ আদালত৷ প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ জানায়, এই ছবিটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে৷ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ‘লাভযাত্রী’৷ সলমন খান ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এই সিনেমা নিয়ে আপত্তি জানানোর মতো কিছুই নজরে আসেনি বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷
[নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খুলে হুমকির শিকার তনুশ্রী]
মফঃস্বলের ছেলে ও এনআরআই মেয়ের প্রেম নিয়ে ছবি ‘লাভযাত্রী’৷ ছবির নায়ক সুশ্রুত মফঃস্বলের ছেলে। অ্যাম্বিশন বলে কিছুই নেই তাঁর জীবনে৷ জীবন উপভোগ করতেই ভালবাসে সে। এমন একটি ছেলে হঠাৎই এক এনআরআই মেয়ের প্রেমে পড়ে। নবরাত্রির সময় বরোদায় এসেছিল মেয়েটি। তখনই তাদের দেখা হয়। প্রথম দেখা থেকেই মেয়েটির প্রেমে হাবুডুবু খেতে শুরু করে সুশ্রুত। মেয়েটিও সুশ্রুতের উপর দুর্বল হয়ে পড়ে। মেয়েটির এনআরআই বাবা এই সম্পর্কে রাজি নয়। প্রেমিকাকে পেতে গুজরাট ছেড়ে বিদেশে পাড়ি দেয় সুশ্রুত। পুরোদস্তুর রোম্যান্টিক গল্পের উপর তৈরি হয়েছে ‘লাভযাত্রী’৷ যদিও ছবির প্রথমে নাম ছিল ‘লাভরাত্রি’৷ নবরাত্রির প্রেক্ষাপটে তৈরি ছবির গল্প ও নাম নিয়েই আপত্তি তোলেন আইনজীবী সুধীর কুমার ওঁঝা৷ ওই আইনজীবী বিহারের মুজাফ্ফরপুর আদালতে জানান, ‘লাভরাত্রি’-র নাম ও বিষয়বস্তু হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেছে৷ এই অভিযোগের ভিত্তিতেই ওই আদালতে মামলা রুজু করেন তিনি৷ আইনজীবীর অভিযোগের ভিত্তিতে বিচারক শৈলেন্দ্র রাই টিম ‘লাভরাত্রি’-র বিরুদ্ধে মিঠানপুর থানার পুলিশকে এফআইআর দায়েরের নির্দেশ দেন৷
[হিন্দু ভাবাবেগে আঘাত, বিতর্ক এড়াতে ‘লাভরাত্রি’ ছবির নামই বদলে দিলেন সলমন]
আইনি বিপাক থেকে রেহাই পেতে সিনেমার নাম বদলের সিদ্ধান্ত নেন ভাইজান৷ ‘লাভরাত্রি’ থেকে নাম পরিবর্তন করে ‘লাভযাত্রী’ হয় সিনেমার নাম৷ মামলা খতিয়ে দেখে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ছাড়পত্র পায় ‘লাভযাত্রী’৷ এই সিনেমার বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না বলেই জানাল দেশের সর্বোচ্চ আদালত৷ ‘লাভযাত্রী’ কোনওভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগকে আঘাত করেনি বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ৷ সুপ্রিম নির্দেশে স্বস্তিতে টিম ‘লাভযাত্রী’৷