সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কাকভোরে দুবাইয়ের উদ্দেশে রওনা হন শাহরুখ খান। তার প্রাক্কালেই মুম্বই বিমানবন্দরে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। বলিউড বাদশাকে দেখেই তাঁর নাগাল পেতে ভিড়ের মাঝখান থেকে ছুটে যান এক মহিলা অনুরাগী। শুধু তাই নয়, শাহরুখের কড়া নিরাপত্তাবলয় ভাঙার জন্য এমন ধাক্কাধাক্কি করেন ওই ভক্ত যে কিং খানের প্রায় পড়ে যাওয়ার জোগাড় হয়!
ঠিক কী ঘটেছে? ২০২৪ সালের IIFA অ্যাওয়ার্ড আবুধাবিতে হোস্ট করবেন শাহরুখ খান। মঞ্চে পারফর্ম করবেন আলিয়া ভাট, করিনা কাপুর, কৃতী স্যানন-সহ আরও অনেকে। ইতিমধ্যেই দুবাইতে পৌঁছে গিয়েছেন তারকারা। সেই তারকাখচিত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে এবার শাহরুখ। সেই উপলক্ষেই বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগে উড়ান ধরতে ছুটে গিয়েছেন বিমানবন্দরে। তখনই ঘটে এক কাণ্ড! বলিউড বাদশাকে দেখে ছবি তোলার জন্য ভিড় জমে যায়। আচমকাই সেখানে এক তরুণী চিল-চিৎকার শুরু করেন। কিং খানের নিরাপত্তাবলয় ভেদ করে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালান তিনি। ধাক্কাধাক্কির চোটে শাহরুখও কিছুটা হতভম্ব হয়ে যান। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বিমানবন্দরে ভিতরে প্রবেশ করতে দেখা যায় তাঁকে। এদিকে ওই মহিলা ভক্ত কিং খানকে আলিঙ্গন করতে না পেরে চিৎকারের মাত্রা আরও বাড়িয়ে দেন। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় ভাইরাল।
The King of Indian Film Industry #ShahRukhKhan Is On The Way Of #IIFA ✨
Super Excited To Watch Him As Host After So Many Years. 🥰🎉
Love you @iamsrk ❤️ #Os pic.twitter.com/gHe08Qy6yC
— Oye Sunday Kb Hai Yaar (@Ooyesunday) September 26, 2024
যে ভিডিও দেখে বিরক্তি প্রকাশ করেছেন শাহরুখ অনুরাগীদের একাংশ। কারও মন্তব্য, ‘এ কেমন আচরণ?’ কারও কটাক্ষ, ‘নিরাপত্তারক্ষীদের গায়ে ধাক্কাধাক্কি দেওয়া মোটেই ঠিক হয়নি।’ কেউ বললেন, ‘কী ভয়ানক!’ কেউ বা আবার শাহরুখের ওই ‘জবরা’ মহিলা ফ্যানের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘আসলে প্রিয় সুপারস্টারকে দেখে আবেগ সামলাতে পারেননি তিনি।’ সবমিলিয়ে কিং খানের বিমানবন্দরের ভিডিও আপাতত চর্চার শিরোনামে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.