Advertisement
Advertisement
Shah Rukh Khan

কালো চশমা পরেই রাত পার্টিতে শাহরুখ! চোখ ঠিক আছে তো?

সম্প্রতি খবরে আসে চোখের অপারেশনের জন্য মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন শাহরুখ।

Shah Rukh Khan at Siddharth Anand birth day party
Published by: Akash Misra
  • Posted:August 1, 2024 11:37 am
  • Updated:August 1, 2024 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি খবরে আসে চোখের অপারেশনের জন্য মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। এবার খবর, চোখের চিকিৎসা সেরে মুম্বইয়েও ফিরে এসেছেন তিনি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে চোখে কালো চশমা পরেই ব্লকবাস্টার পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে এন্ট্রি নিলেন বলিউড বাদশা। সূত্র বলছে, চোখের অপারেশনের কারণেই চোখে কালো চশমা পরতে বাধ্য হয়েছেন কিং খান।

এদিন শাহরুখ পরেছিলেন কালো টি-শার্ট, ম্যাচিং জ্যাকেট ও নীল ডেনিম। মাথার পেছনে পনিটেল বাঁধা ছিল এবং কালো সানগ্লাস দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।

Advertisement

চলতি বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তখন জানা গিয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর সুস্থও হয়ে যান। কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিয়েছিলেন পরিবারকে সঙ্গী করে। তার পরই চোখের সমস্যা শুরু হয়।

[আরও পড়ুন: কুষ্ঠ হয়েছিল কিশোরী ডিম্পল কাপাডিয়ার, সেই সূত্রেই সুযোগ মেলে ‘ববি’তে!]

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement