Advertisement
Advertisement
Shah Rukh Khan

মন্নতের সামনে ৯৫ দিনের দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে জাবরা ফ্যানের সঙ্গে দেখা করলেন শাহরুখ!

ঝাড়খন্ড থেকে আসা যুবককে কী বললেন শাহরুখ?

Shah Rukh Khan meets Jharkhand fan who waited outside Mannat for 95 days
Published by: Akash Misra
  • Posted:November 4, 2024 3:28 pm
  • Updated:November 4, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে সবুরে মেওয়া ফলে, কিন্তু মন্নতে মেওয়া নয়, বরং ‘ঈশ্বর’ দর্শন পেলেন ঝাড়খন্ড থেকে মুম্বইয়ে আসা শাহরুখের (Shah Rukh Khan) জাবরা ফ্যাব। যিনি গত ৯৫ দিন ধরে ঠায় বসে ছিলেন মন্নতের বাইরে। মন্নতের সামনে, তাঁর একটাই প্রার্থনা। একটিবার শাহরুখ দর্শন। অবশেষে স্বপ্ন হল সত্য়ি। ৯৫ দিনের তপস্যা ভাঙতেই যুবকের সামনে বলিউড বাদশা! শাহরুখের সঙ্গে মেলালেন হাত। তুললেন সেলফিও।

প্রিয় সুপারস্টারকে দেখার জন্য রীতিমতো গ্রামে পরিবার-পরিজন ছেড়ে, ব্যবসা বন্ধ করে একটানা ৯৫ দিন ধরে মুম্বইয়ের বান্দ্রার দিনরাত কাটাচ্ছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি জানিয়েছেন, গ্রামে আমার একটা কম্পিউটরের দোকান রয়েছে। ব্যবসা বন্ধ করেই শাহরুখ স্যরের সঙ্গে দেখা করতে এসেছি। আর হ্যাঁ, যতদিন না দেখা পাচ্ছি, ততদিন ঝাড়খণ্ডে ফিরে যাব না। ব্যবসা বন্ধ রাখার কারণে লোকসান তো হচ্ছেই, কিন্তু কী করব, দেখা তো করতেই হবে। স্ত্রী, মা সকলকে ছেড়ে মন্নতের বাইরে পড়ে রয়েছি। ওরা কিন্তু আমার এই পাগলামিতে উৎসাহ দিয়েছে। তাই যদি দেখা না পেয়ে চলে যেতে হয়, তাহলে মানসম্মান আর থাকবে না।

Advertisement

শাহরুখের ওই ‘জবরা ফ্যান’ জানিয়েছেন, তিনি নিজের গাড়ি নিয়েই ঝাড়খণ্ড থেকে মুম্বইতে এসেছেন। তাই কোনওদিন গাড়িতে আবার কোনওদিন হোটেলেই রাত কাটাতে হচ্ছে। তবে তাঁর ব্যবসা লাটে উঠলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই। কিং খানের সাক্ষাৎ পেতে মরিয়া তিনি। তাঁর বিশ্বাস, কোনও না কোনও দিন তাঁর সঙ্গে অবশ্যই শাহরুখ খানের দেখা হবে। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কী-ই না করেন অনুরাগীরা। কখনও তাঁর স্পর্শ পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আবার কখনও বা তারকাদের সঙ্গে একফ্রেমে নিজস্বী নিতে মরিয়া ভক্তরা উন্মত্ত হয়ে ওঠেন। কেউ কেউ তো আবার মাইলের পর মাইল হেঁটে কিংবা সাইকেল চালিয়ে প্রিয় তারকার বাড়ির সামনে হত্যে দেন! এবার ঝাড়খণ্ডের এক ব্যক্তি ৯৫ দিন পরিবার, ব্যবসা সব ছেড়ে মন্নতের বাইরে অপেক্ষায় শুধু তাঁর ‘ঈশ্বর দর্শনে’র জন্য। আর সেই স্বপ্ন সত্য়ি করেই মুম্বই থেকে গ্রামে ফিরলেন যুবক। সঙ্গে শাহরুখ ম্যাজিক।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement