Advertisement
Advertisement
Shah Rukh Khan Chris Martin

‘কোল্ড প্লে’র কনসার্টে বাদশা বন্দনা, ‘ভারত তোমাকে ভালোবাসে’, ক্রিস মার্টিনকে ‘ভাই’ সম্বোধন শাহরুখের

ক্রিস মার্টিনের উদ্দেশে কী বার্তা শাহরুখের?

Shah Rukh Khan on 'brother Chris Martin' for Coldplay's shout-out
Published by: Sandipta Bhanja
  • Posted:January 20, 2025 4:43 pm
  • Updated:January 20, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুয়া লিপার মতো ক্রিস মার্টিনের মুম্বই কনসার্টের মধ্যমণিও শাহরুখ খান (Shah Rukh Khan)। মায়ানগরীতে আন্তর্জাতিক তারকাদের কনসার্ট মানেই সেই মঞ্চে অন্তত একবার হলেও ‘বাদশা’র নামোল্লেখ হবেই। ‘কোল্ড প্লে’র (Coldplay) কনসার্টেও তার অন্যথা হল না। মুম্বইয়ের মন জয় করতে মঞ্চে গান ধরার আগেই ‘শাহরুখ খান ফরএভার অ্যান্ড এভার’ বলে চিৎকার করলেন ক্রিস মার্টিন (Chris Martin)। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে সেই আওয়াজ বাদশার কান পর্যন্ত পৌঁছতে সময় নেয়নি! অতঃপর ক্রিসের কনসার্টের সেই মুহূর্ত শেয়ার করে পালটা ‘ভাই’ বলে সম্বোধন করে ভালোবাসায় ভরাতেও ভুললেন না শাহরুখ খান।

গান শোনাতে সুদূর ব্রিটেন থেকে ভারতে এসে ক্রিস মার্টিন পদে পদে বুঝিয়ে দিচ্ছেন, ভাষা-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিল্পীদের কদর করতে জানেন শিল্পীরাই। রবিবার কনসার্টে যখন উপচে পড়া ভিড়, গান শুনতে শুনতে চোখের জল আর ধরে রাখতে পারলেন না শ্রেয়া ঘোষাল, তখন শাহরুখের প্রতি নিজের ভালোবাসা, ভালোলাগা প্রকাশ করেন ক্রিস মার্টিন। যা শুনে উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। মায়ানগরীতে কনসার্ট করতে এসে বাদশাকে ‘চিরন্তন’ বলার পর শাহরুখও ক্রিসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন। ‘কোল্ড প্লে’র জনপ্রিয় গান ‘ইয়েলো’র কথা ধার করেই কিং খান লিখলেন, “তারাদের দিকে তাকাও। দেখো, ওরা তোমার জন্যই জ্বলজ্বল করছে। ভাই ক্রিস মার্টিন তোমার জন্য নিজেকে বিশেষ বলে মনে হচ্ছে। ঠিক তোমার গানের মতোই! অসংখ্য ভালোবাসা আর আলিঙ্গন তোমার টিমকে। বন্ধু তুমি কোটি কোটি মানুষের মধ্যে সত্যিই অনন্য। ভারত তোমাকে ভালোবাসে।” পোস্টের শেষে কোল্ড প্লে-র নামোল্লেখও করলেন বাদশা।

Advertisement

রবিবার ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে কোল্ড প্লে-র কনসার্ট দেখতে যান শাহরুখকন্যা সুহানা খানও। সেখান থেকেই মানবী গৌর, নব্যা নভেলি নন্দা, আলিয়া ছিব্বাদের সঙ্গে ছবি শেয়ার করেন সুহানা খান। ভাই অ্যাব্রামও ছিল তাঁদের সঙ্গে। মায়ানগরীতে তিন দিনের কনসার্ট ক্রিস মার্টিনের। ভারতীয় শ্রোতা-অনুরাগীদের মন জিততে আধ-আধ হিন্দিতে কথা বলতেও শোনা যায় তাঁকে। শনিবার ভারতে মিউজিক্যাল শুরুর আগে মুম্বইয়ের ঐতিহ্যবাহী প্রাচীন শিবমন্দিরে পুজো দেন ক্রিস মার্টিন এবং তাঁর হলিউডি অভিনেত্রী প্রেমিকা ডেকোটা জনসনকে। আবার সেই মন্দিরের রীতি অনুযায়ী নন্দীর কানে ফিসফিসিয়ে মানত করতেও দেখা যায় দুই তারকাকে। এদিকে ক্রিস মার্টিনকে দেখে মন্দির চত্বরে ভিড় জমে যায়। তবে শান্তিমনে পুজো দিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখেই পোজ দিতে দেখা গেল তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement