Advertisement
Advertisement
Shah Rukh Khan

‘কিং’-এ শাহরুখের জন্য গাইবেন এড শিরান! ব্রিটিশ পপ তারকার পোস্ট ঘিরে শোরগোল

একনের 'ছম্মক ছল্লো'র মতো এবার শাহরুখের ছবিতে শিরানের গান মন জিতবে সবার?

Shah Rukh Khan's King to feature Hindi song by Ed Sheeran in 'King'
Published by: Biswadip Dey
  • Posted:June 21, 2025 12:46 pm
  • Updated:June 21, 2025 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ‘কিং’ ছবি ঘিরে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়ছে। সেই উত্তেজনায় এবার নয়া মোড়! ছবিতে গান গাইবেন এড শিরান! ব্রিটিশ এই গায়ক-গীতিকার এমনিতেই এদেশে অসম্ভব জনপ্রিয়। সম্প্রতি তাঁর নয়া সিঙ্গল ‘স্যাফায়ার’-এ তাঁর অরিজিৎ সিংয়ের যুগলবন্দি সকলের মন জিতেছে। সেই গানে এক ঝলক দেখা গিয়েছে শাহরুখ খানকেও। এবার শোনা গেল ‘কিং’-এ শাহরুখের জন্য প্লেব্যাক করছেন পপ তারকা! আর সেটা জানিয়েছেন খোদ এড শিরানই। তবে সরাসরি ছবিটির নাম তিনি করেননি। তবুও যা ইঙ্গিত দিয়েছেন তাতেই শাহরুখ-ভক্তরা উত্তেজিত।

Advertisement

ইনস্টাগ্রামে এক ফ্যান পেজ ‘স্যাফ্যায়ার’-এর বিহাইন্ড দ্য সিনস ক্লিপ পোস্ট করা হয়েছিল। সেখানে পাঞ্জাবি ভাষায় এডকে কয়েকটা লাইন গাইতে দেখা যায়। পাশাপাশি তিনি বলছিলেন হিন্দিতেও গানটি গাইবার কথা। ভিডিওটি পোস্ট করার সঙ্গেই ওই ফ্যান ক্লাবের তরফে লেখা হয়, ‘পাঞ্জাবি ভার্শানটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এডের ইউটিউব চ্যানেলে দেখে নিন বিহাইন্ড দ্য সিনস ভিডিওটি। এড বলেছেন, গানটির হিন্দি সংস্করণও গাইবার কথা। কিন্তু আমি বুঝতে পারছি না তাহলে গানটি পাঞ্জাবি ভাষায় শোনা যাবে নাকি হিন্দিতে?’

এই সংশয় দূর করেন খোদ এড। তিনি জবাবে লেখেন, ‘হিন্দি গানটি এসআরকে-র একটি বলিউড ছবির জন্য। এটা অরিজিতের সঙ্গে পাঞ্জাবি সংস্করণ। আমি সব ভাষাতেই গানটা গাইছি এই মুহূর্তে।’ যদিও কোন ছবি তা আর উল্লেখ করেননি পপ তারকা। অনেকেই অবশ্য কমেন্টে ‘কিং’-এর নাম করেছেন। আসলে এই মুহূর্তে বাদশার হাতে একটাই প্রোজেক্ট। সুতরাং এড শিরান পরিষ্কার না করলেও তিনি যে এই ছবির জন্যই প্লেব্যাক করছেন তা প্রায় নিশ্চিত করেই বলা যায়।

এর আগে শাহরুখের জন্য গান গেয়েছিলেন একন। ‘রা ওয়ান’ ছবিতে ‘ইউ আর মাই ছম্মক ছল্লো’ গানটি বিরাট হিট করেছিল। এবার এড শিরানের গানটিও কি জিতে নেবে অনুরাগীদের হৃদয়? আপাতত সেজন্য অপেক্ষা করতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement