২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘ওদের জন্যই তো!’ শাহরুখের মা-বাবার ছবি এঁকে গিফট, কে এই ইউসুফ?

Published by: Akash Misra |    Posted: December 16, 2022 12:12 pm|    Updated: December 16, 2022 2:14 pm

Shahrukh Khan's fan from kolkata painted picture of actors parents | Sangbad Pratidin

আকাশ মিশ্র: কলকাতায় শাহরুখ খান পা রাখলে, তাঁর সঙ্গে দেখা করতেই হবে। সেদিন কোনও কাজ রাখা যাবে না। একটিবারও এই রুটিন মিস করেন না পার্ক সার্কাসের যুবক এমডি ইউসুফ। তবে ইউসুফ এবারটি যা ঘটালেন, তা দেখে একেবারে চমকে গেলেন খোদ শাহরুখ খান!

বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় এসেছিলেন শাহরুখ (Shah Rukh Khan)। সুযোগ বুঝে শাহরুখের সঙ্গে দেখা করেন ইউসুফ। তবে খালি হাতে নয়। শাহরুখকে উপহার দিতে ইউসুফ সঙ্গে নিয়ে যান নিজের হাতে আঁকা ছবি। তবে শাহরুখের নয়, বরং শাহরুখের মা-বাবার ছবিই ক্য়ানভাসে তুলে ধরেন শাহরুখের অন্ধভক্ত ইউসুফ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের তরফ থেকে ইউসুফকে যোগাযোগ করা হলে, তিনি জানান, ”আমি প্রথম থেকেই শাহরুখের অন্ধভক্ত। শাহরুখের কোনও ছবিই মিস করিনি। আর কলকাতায় শাহরুখ এলে দেখা করবই। দিনের সব কাজ থেকে বিরতি নিয়ে শাহরুখের সঙ্গে দেখা করাটা মাস্ট।”

[আরও পড়ুন: KIFF 2022: ফিল্ম ফেস্টিভ্যালে এক ঝাঁক নতুন বাংলা ছবি, কী কী দেখবেন? রইল তালিকা]

তা হঠাৎ শাহরুখের মা-বাবার ছবি আঁকলেন কেন ইউসুফ? ইউসুফের কথায়, ”সবাই শাহরুখের ছবি আঁকেন, তাঁর স্ত্রী, ছেলেমেয়েদের ছবি আঁকেন। কিন্তু তাঁর মা-বাবাকে ক’জন চেনেন! আজ শাহরুখ এত সফল মানুষ, এর নেপথ্যে তো তাঁর মা-বাবার আর্শীবাদ রয়েছে। তাই শাহরুখের মা-বাবাকেই ক্যানভাসে এঁকেছি।” ইউসুফ জানান এই ছবি দেখে শাহরুখ একেবারে আপ্লুত। ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। ছবির ওপরে অটোগ্রাফও দিয়েছেন। সঙ্গে ইউসুফকে বলেছেন, ‘ছবিটা তোমার কাছেই থাক।’

চোখের সামনে প্রিয় নায়ককে দেখে শাহরুখ ম্যাজিকেই আপাতত বুঁদ ইউসুফ। সঙ্গে অপেক্ষা পাঠান ছবির মুক্তির জন্য। প্রথম দিনের প্রথম শোই দেখবেন তিনি। আর বয়কট বিতর্ক? ইউসুফের সোজা উত্তর, ”ওসব ধোপে টিকবে না। পাঠান সুপারহিট হবেই! ”

[আরও পড়ুন: ‘পাঠান অভি তক জিন্দা হ্যায়’, কলকাতায় এসে ছবি বয়কটের জবাব শাহরুখের ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে