Advertisement
Advertisement
Shakira

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে শাকিরা, শেষ মুহূর্তে বাতিল পেরুর অনুষ্ঠান

কী হয়েছে শাকিরার?

Shakira hospitalised due to abdominal pain
Published by: Sayani Sen
  • Posted:February 17, 2025 10:24 am
  • Updated:February 17, 2025 10:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটে অসহ্য ব্যথা। আচমকা অসুস্থ শাকিরা। হাসপাতালে ভর্তি গ্র্যামিজয়ী তারকা। X হ্যান্ডেলে নিজেই অসুস্থতার কথা জানান। চিকিৎসকের পরামর্শে তাই বাধ্য হয়ে পেরুর অনুষ্ঠান আপাতত বাতিল করতে হয়েছে তাঁকে। শেষমুহূর্তে অনুষ্ঠান বাতিলে মনখারাপ অগণিত অনুরাগীর। তবে শরীর ঠিক হলে অনুষ্ঠান করবেন বলেই জানিয়েছেন শাকিরা।

X হ্যান্ডেলে শাকিরা লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি গতরাতে পেটে ব্যথায় কাবু হয়ে পড়েছিলাম। আর বর্তমানে আমি হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে আমার অনুষ্ঠান করার মতো শারীরিক অবস্থা নয়। তাই বাধ্য হয়ে অনুষ্ঠান বাতিল করছি। সুস্থ হয়ে ওঠার পর অবশ্যই অনুষ্ঠান করব।” তিনি আরও জানান, “আমি সকলকে (অনুরাগী) ভালোবাসি। আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ।” হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার নতুন করে অবনতি না হলে সোমবারই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন শাকিরা। তারপর পেরুতে অনুষ্ঠান করবেন। কলম্বিয়াতেও অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর। 

Advertisement

উল্লেখ্য, গান লেখা, বেলি ড্যান্স, কোরিওগ্রাফি, রেকর্ড প্রোডিউস, মডেলিং দুনিয়া কাঁপানো শাকিরা। ২০১০ সালে ফিফা ওয়ার্ল্ড কাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে আমবাঙালির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। মোহময়ীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় ফুটবল পাগল বাঙালি হদয়। স্পেনের ফুটবলার পিকের সঙ্গে ঘরও বেঁধেছিলেন লাস্যময়ী শাকিরা। যদিও ১১ বছর পর সংসারে ভাঙন ধরে। চারবারের গ্র্যামি জয়ী শাকিরার আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁর সুস্থতা কামনা করছেন সকলেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement