Advertisement
Advertisement
Mukesh Khanna

‘দেমাক’! রণবীর সিংকে ৩ ঘণ্টা বসিয়েও না বললেন মুকেশ, বিশ বাঁও জলে ‘শক্তিমান’?

রণবীরকে অপেক্ষা করিয়েও 'শক্তিমান'-এর ছাড়পত্র দিলেন না মুকেশ খান্না।

Shaktimaan: Mukesh Khanna on making Ranveer Singh wait for 3 hours
Published by: Sandipta Bhanja
  • Posted:November 14, 2024 3:57 pm
  • Updated:November 14, 2024 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিংকে শক্তিমান (Shaktimaan) হিসেবে নাপসন্দ টেলিপর্দার জনপ্রিয় ‘শক্তিমান’ মুকেশ খান্নার। নয়ের দশকের প্রজন্মের কাছে মুকেশ খান্না মানেই সুপারহিরো ‘শক্তিমান’ কিংবা গঙ্গাধর। টিআরপি চার্টে একচেটিয়া রাজত্ব করা সেই দাপুটে সিরিয়াল বড়পর্দায় আসার কথা রণবীর সিংয়ের (Ranveer Singh) হাত ধরে। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ‘শক্তিমান’-এর শুটিং শুরুর পরিকল্পনাও ছিল। তবে তার আগেই রুখে দাঁড়ালেন মুকেশ খান্না (Mukesh Khanna)। রণবীর সিংকে তিন ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ছাড়পত্র দিলেন না প্রবীণ অভিনেতা! তাহলে কি বিশ বাঁও জলে ‘শক্তিমান’ সিনেমা?

মুকেশের মন্তব্য, “আমি তো জোর করে ওঁকে অপেক্ষা করাইনি। ওঁর ইচ্ছে হয়েছে, তাই তিন ঘণ্টা ধরে আমার অফিসে বসেছিলেন। রণবীর সিং আমার অফিসে আসেন। আমরা একে-অপরের সঙ্গ উপভোগ করি। ও নিঃসন্দেহে দারুণ একজন অভিনেতা। অসম্ভব এনার্জি রণবীরের মধ্যে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কে শক্তিমান-এর চরিত্রে অভিনয় করবেন। প্রযোজকরা অভিনেতাদের নির্বাচন করেন। সেটাই পদ্ধতি। একজন অভিনেতা কখনও প্রযোজককে বেছে নেন না। এখন আমার অফিসে যে কেউ এসে যদি বলেন, তিনি শক্তিমান হতে চান, আমি কখনোই অনুমতি দেব না।”

Advertisement

পর্দার ‘শক্তিমান’ মুকেশ খান্নার কথায়, “শক্তিমান-এর চরিত্রে অভিনয় কররা জন্য যে বড় কোনও তারকাকেই কাস্ট করতে হবে, এমন নয়। আসলে এই চরিত্রের জন্য যথাযথ মুখের গড়ন প্রয়োজন। আমাকে বলুন, অক্ষয় কুমারকে কেন পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে মানায়নি? পরচুলা পরে, নকল গোফ-দাড়ি পরেছিলেন বলেই দর্শক অক্ষয়কে পৃথ্বীরাজের ভূমিকায় নিতে পারেনি।” এরপরই জল্পনা শুরু হয়, তাহলে শক্তিমান-এর চরিত্রে বড়পর্দায় নিজেকেই দেখতে চাইছেন মুকেশ খান্না? প্রশ্ন উঠতেই ফের মাঠে প্রবীণ অভিনেতা।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সাফ জানিয়ে দেন যে, “এরকম কোনও ইচ্ছে তাঁর নেই। একটা ভুয়ো খবর রটেছে। আমিই আসল শক্তিমান, সেটাই বোঝাতে চেয়েছি মাত্র। তার মানে এই নয় যে, বড়পর্দাতেও আমিই অভিনয় করছি। আমিই যেহেতু শক্তিমান, তাই পরবর্তী লিগ্যাসি কীভাবে বহন করা হবে, সেটাও আমিই ঠিক করব। দ্বিতীয়ত, শক্তিমান-এর পোশাক পরে আমার এটা প্রমাণ করার দরকার নেই যে আমি রণবীর সিং বা অন্য কোনও অভিনেতার থেকে ভালো।” বলিউড তারকাকে এভাবে ফিরিয়ে দেওয়ার খবর চাউর হতেই মুকেশের ‘অহমবোধ’-এর প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement