Advertisement
Advertisement
Shraddha Kapoor

মোদির থেকেও ‘জনপ্রিয়’ শ্রদ্ধা কাপুর, ‘স্ত্রী ২’ মুক্তির পরই প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গেলেন!

কী এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী?

Shraddha Kapoor third-most followed Indian celeb on Instagram, surpasses PM Modi
Published by: Sandipta Bhanja
  • Posted:August 21, 2024 8:28 pm
  • Updated:August 21, 2024 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্ত্রী ২’ মুক্তির পরই রাতারাতি নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেললেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। কী এমন কাণ্ড ঘটালেন, যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ছাপিয়ে গেলেন অভিনেত্রী?

বক্স অফিসে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে ‘স্ত্রী ২’। শাহরুখ খানের ‘পাঠান’ ছবির আয়ের নীরিখে অনেকটাই এগিয়ে। ছয় দিনে এই সিনেমার আয় ২৫০ কোটি টাকা। বক্স অফিসে যখন লক্ষ্মীর কৃপা, তখন ‘স্ত্রী ২’র জন্য শ্রদ্ধার কাপুরের কপালও খুলে গেল। ভারতের তিন সেলেব, যাঁরা সোশাল মিডিয়ায় সর্বোচ্চ ফলোয়ারের অধিকারী। সেই তালিকায় শ্রদ্ধা তৃতীয় স্থানে রয়েছেন। বিরাট কোহলি এবং প্রিয়াঙ্কা চোপড়ার ফলোয়ার সংখ্যাকে ছুঁতে না পারলেও ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় নরেন্দ্র মোদিকে ছাপিয়ে গিয়েছেন শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদিকে অনুসরণকারীর সংখ্যা ৯১.৩ মিলিয়ন। আর সেই ফলোয়ার সংখ্যা ছাপিয়েই শ্রদ্ধার অ্যাকাউন্টে জ্বলজ্বল করছে ৯১.৫ মিলিয়ন অনুরাগী। আর দ্বিতীয়স্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টা ফলোয়ার ৯১.৮ মিলিয়ন। এই নীরিখে যদিও প্রথম স্থানাধিকারী বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই! ইনস্টাগ্রামে কিং কোহলির ফলোয়ার সংখ্যা ২৭১ মিলিয়ন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি জন্মগত নির্ভীক! ধর্ষণের হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না’, কড়া জবাব মিমির]

‘স্ত্রী ২’ ছবির আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুরকে। ‘স্ত্রী’র সিক্যুয়েলে দারুণ অভিনেত্রী। হরর কমেডি ঘরানার সিনেমা হলেও দর্শকদের উদ্দেশে সাম্যের বার্তা দিতে চেয়েছে ‘স্ত্রী ২’। প্রথম ছবিতে হাড়হিম করা আতঙ্ক ছড়িয়েছিল স্ত্রী। গাঁয়ের ছেলেরাই তার আক্রোশের শিকার ছিল। তবে এবার প্লটের উলাটপুরাণ। সিক্যুয়েলে আদ্যোপান্ত পুরুষতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশে ‘সরকাটে’ খেল দেখানো শুরু করল। তার টার্গেট শিক্ষিত মহিলা এবং আধুনিকারা। এখানেও সেই ‘রদ্দিমার্কা’ পুরুষতান্ত্রিক ধ্যানধারণাকে বিঁধলেন পরিচালক অমর কৌশিক। মহিলারা শিক্ষিতা এবং আধুনিকা হলেই সংসারের ‘নাশ’! তাই সরকাটে চরিত্রটাকে সেভাবেই তৈরি করলেন। সেই স্কন্ধকাটা ভূত নারীশক্তিকে পরাস্ত করতে তাদের অপহরণ করে নিজস্ব মন্ত্রগুহায় বন্দি করে রাখে সাদা থান পরিয়ে। গল্পের মূল মেরুদণ্ড এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের লড়াই।

[আরও পড়ুন: বিজেপির প্রতিবাদী মিছিলে ‘হাসিমুখে’ বিবেক অগ্নিহোত্রী, কটাক্ষ নেটপাড়ার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement