Advertisement
Advertisement
Salman Khan

৫ কোটি না দিলে সলমনকে খুন! কর্নাটক থেকে গ্রেপ্তার যুবক

মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি মেসেজ পাঠান এই যুবক।

'Sikandar' lyricist threatens Salman Khan in bid to become famous
Published by: Akash Misra
  • Posted:November 13, 2024 7:42 pm
  • Updated:November 13, 2024 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান। তবে এবার বিষ্ণোইদের থেকে নয়, কর্নাটকের এক যুবকই প্রাণনাশের হুমকি সলমনকে। ২৪ বছর বয়সি যুবক সোহেল পাসার দাবি, বলিউড ভাইজানের আসন্ন ছবি সিকন্দর-এর গান লিখেছেন তিনি এবং চটজলদি জনপ্রিয় হওয়ার জন্যই মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি মেসেজ পাঠান এবং দাবি করেন ৫ কোটি টাকা। ৭ নভেম্বর পাঠানো সেই মেসেজের সূত্র ধরেই বুধবার গ্রেপ্তার হন যুবক।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি (অজিত) নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই সেখানে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতে থাকে। গুলি ফুঁড়ে দেয় সিদ্দিকির শরীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সিদ্দিকির। ঘটনায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বন্ধুর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন সলমন। শোনা গিয়েছে, অত্যন্ত ভেঙে পড়েছেন তিনি। কিন্তু হুমকির শেষ নেই। এর আগে হুমকি বার্তা পাঁচ কোটি টাকার দাবি করা হয়েছিল। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সলমন খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে পাকড়াও করা হয়েছে। কিন্তু তার পরও হুমকির পালা অব্যাহত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement