সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার ঘটনায় তোলপাড় টলিউড, বলিউড। এরই মাঝে এবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়লেন পপতারকা শাকিরা! মঞ্চে পারফর্ম করার সময়, এক অনুরাগীর কাণ্ডে একেবারে হতবাক গায়িকা। তবে স্পষ্ট প্রতিবাদ করলেন মঞ্চ থেকেই। অনুরাগীকে স্পষ্টই জানালেন, নো মিনস নো! ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক।
Shakira leaves the stage after people were filming under her dress whilst she was dancing to her new single. People are GROSS. pic.twitter.com/AxlBw6yFZL
— FEIM (@FeimM_) September 15, 2024
শাকিরার পরনে শর্ট স্কার্ট। এক মাথা খোলা চুল। মঞ্চে নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। হঠাৎই শাকিরা লক্ষ করলেন এক অনুরাগী মঞ্চের সামনে দাঁড়িয়ে তাঁর পোশাকের নিচে ক্যামেরা ধরে ছবি তোলার চেষ্টা চালাচ্ছেন। অনুরাগীর এমন কাণ্ড দেখে একেবারে হতবাক শাকিরা। ঝটপট গান থামিয়ে দিলেন। তারপর রীতিমতো মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে এলেন। তবে নামার আগে অনুরাগীকে স্পষ্ট জানালেন, এই ধরনের আচরণ একেবারেই ঠিক নয়। শাকিরার এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
শাকিরার সঙ্গে এমন ঘটনা ঘটায় সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়। নেটিজেনদের একাংশ মনে করছেন, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার হওয়া উচিত অভিযুক্ত। অনেকের আবার মত, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.