Advertisement
Advertisement

সৃজিতের ঘরোয়া আড্ডায় মধ্যমণি ‘সাপ’, শ্রীজাতর কাণ্ড দেখে লোপামুদ্রার মন্তব্য, ‘ভাগ্যিস যাইনি’

সৃজিতের ঘরোয়া আড্ডায় শ্রীজাত, জয়, অনুপম-অনিন্দ্যরা।

Srijato Bandyopadhyay poses with Srijit Mukherji 's pet Snakes

ছবি : ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:November 11, 2024 9:46 am
  • Updated:November 11, 2024 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয় কিংবা বিড়াল নয়, পোষ্য একেবারে সাপ! তাও আবার পাইথন। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সরীসৃপ প্রেমের কথা এখন আর কারও অজানা নয়। বাড়িতেও খান কয়েক বল পাইথন পোষেন। আর সেই পোষ্যরাই নাকি পরিচালকের বিষকন্যা। শুটিংয়ের সেট থেকে অন্দরমহলের বিছানা-সোফা, সর্বত্রই সৃজিতের সঙ্গী তাঁর এই বিষকন্যারা। এবার পরিচালকের বাড়ির ঘরোয়া আড্ডাতেও মধ্যমণি তারাই।

সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে রবিবাসরীয় মিউজিক্যাল আড্ডার আসর যে জমে উঠেছিল পরিচালকের শেয়ার করা ছবিতেই তা বেশ ঠাহর করা গেল। একফ্রেমে অনুপম রায়, প্রশ্মিতা পাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, জয় সরকার, সস্ত্রীক শ্রীজাতও ধরা দিলেন। আর এদিনের গান-গল্পের আড্ডাতেই সৃজিতের সন্তানদের হাতে নিয়ে শ্রীজাত আদুরে পোজ দিলেন। তাঁর হাতে দেখা গেল বিষকন্যাদের। ভয়ের লেশ মাত্র নেই! হাসিমুখেই ছবি তুলেছেন। আর সেসব ছবির সঙ্গে ক্যাপশনও মজার। শ্রীজাত লিখলেন- ‘সাপে বর ও সাপমোচন… সাপসূত্র- সৃজিত মুখোপাধ্যায়।’ আর এই এক ছোবলে ছবির নেপথ্যে কে? অনিন্দ্য চট্টোপাধ্যায়। এদিকে শ্রীজাতর কাণ্ড দেখে নেটপাড়ায় হইচই!

Advertisement

এদিনের আড্ডায় স্বামী জয় সরকার থাকলেও আসেননি লোপামুদ্রা মিত্র। তাই শ্রীজাত ছবি দিতেই তৎক্ষণাৎ গায়িকার রসিক মন্তব্য, “ভাগ্যিস যাইনি।” কেউ বা আবার বাকি বিষকন্যাদের কথা জানতে চেয়ে লিখেছেন- ‘বাকিগুলো কোথায়?’ শ্রীজাত জানালেন ঘুমোচ্ছে। সৃজিতের অন্দরমহলের এই আড্ডার ছবি দেখে অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত। আসলে, পরিচালক-অভিনেতার পোষ্য সাপেদের নিয়েই কৌতূহলের অন্ত নেই তাঁদের।

সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই পূরণ করেছেন পরিচালক। বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত আমাজন থেকে আনা পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছেন তিনি। তাঁদের মধ্যে উলুপি একেবারে সুপারহিট! এর আগে পরিচালক জানিয়েছিলেন, পাইথন পোষার জন্য বন দপ্তরের তরফে যাবতীয় যা অনুমোদন প্রয়োজন, সেগুলোর সবটাই রয়েছে তাঁর কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement