সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়ে সিনেমা তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। এই খবর আগেই জানা গিয়েছিল। সোমবার পরিচালক শেয়ার করলেন ছবির প্রথম পোস্টার। যাতে লেনিনের ভাঙা মূর্তির সামনে বসে দুই ব্যক্তি। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। আর তার পাশে রয়েছে কাস্তে-হাতুড়ি। তা থেকে যেন রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে।
২০২৩ সালের মাঝামাঝিই শোনা গিয়েছিল, ব্রাত্য বসুর লেখা এই মঞ্চ কাঁপানো নাটকের রাইটস নিতে পারেন সৃজিত মুখোপাধ্যায় এবং তা নিয়ে পরিচালকের ছবি তৈরির পরিকল্পনা রয়েছে। সেই ছবির পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে। খুব শিগগিরিই ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। এই আশ্বাস দিয়েই পোস্টারটি শেয়ার করেছেন পরিচালক সৃজিত।
পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরানার ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকে দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় মুখ্য চরিত্র সব্যসাচী হিসেবে দেখা গিয়েছে দেবশংকর হালদারের মতো অভিনেতাকে। শোনা গিয়েছে, সিনেমায় এই চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছেন রজতাভ দত্ত। সেই চরিত্রে সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
বছরখানেক আগে শোনা গিয়েছিল, সৃজিতের এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে। কিন্তু এখন হয়তো ঋত্বিক-পরমব্রতকেই পোস্টারের এই দুই চরিত্র হিসেবে দেখা যাবে। দুজনই বলিষ্ঠ অভিনেতা। তার উপরে এমন গল্প যাতে সাতের দশকের অতীত আছে, আবার ২০০২ সালের বর্তমানও রয়েছে। সিনেমায় ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। সেক্ষেত্রে ‘পারিয়া’-র পর তাঁর এটা বড় ব্রেক হতে পারে। মায়ের চরিত্রে অনসূয়া মজুমদারের নাম শোনা যাচ্ছে। চলতি বছরে ‘অতি উত্তম’, ‘পদাতিক’, ‘টেক্কা’র মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক সৃজিত। নতুন বছরের জন্য থাকছে ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’র মতো তিন তিনটি সিনেমা।
থিয়েটারের জন্য লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। তাই এই গল্পে সিনেম্যাটিক ভার্সান নিয়ে একটু সন্দিহান ব্রাত্য বসু। তবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। নাটক নিয়ে সিনেমা তৈরির খবরে খুশি নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায়ও। গল্পে সময়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটি সৃজিত মুখোপাধ্যায় কীভাবে ক্যামেরার সামনে তুলে ধরবেন তা দেখার আগ্রহ রয়েছে দেবেশের। এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.