Advertisement
Advertisement
Shah Rukh Khan

ছাতায় মুখ ঢেকে ক্যামেরা এড়ালেন শাহরুখ-আরিয়ান, গেলেন কোথায়?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

SRK guards his new look, son Aryan avoids paps as they dub for Mufasa
Published by: Akash Misra
  • Posted:November 6, 2024 1:38 pm
  • Updated:November 6, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাহ, কিচ্ছুতেই তিনি মুখ দেখাবেন না। এমনকী, তাঁর ছেলে আরিয়ানও নয়! পাপারাজ্জির ক্যামেরা দেখলেই মুখের সামনে ছাতা খুলে দেন শাহরুখ! তা হঠাৎ এমন কেন করছেন কিং খান?

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আরিয়ানকে সঙ্গে নিয়ে একটি স্টুডিও থেকে বেরিয়ে আসছেন শাহরুখ ও আরিয়ান। আর ছবি শিকারিদের দেখেই ছাতায় মুখ ঢাকলেন শাহরুখ। এমনকী, ক্য়ামেরা এড়ালেন আরিয়ান। জানা গিয়েছে, ‘মুফাসা’ ছবির ডাবিংয়ের জন্য বাবা-ছেলে মিলে হাজির হয়েছিলেন স্টুডিওতে। আর সেখানেই ঘটালেন এমন কাণ্ড।

Advertisement

আসলে নতুন ছবি ‘কিং’-এর জন্য চুল কেটে নতুন লুক নিয়েছেন শাহরুখ। সেই লুকই সবার থেকে আড়ালে রাখতে চান শাহরুখ। আর সেই কারণেই পাপারাজ্জি দেখলেই লুকিয়ে যাচ্ছেন শাহরুখ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শাহরুখের(Shah Rukh Khan) কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা(Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement