Advertisement
Advertisement
Arbaaz Khan Sshura Khan

ফের বাবা হচ্ছেন ৫৭-র আরবাজ? ক্লিনিক থেকে বেরতেই ফাঁস সুরার বেবি বাম্প!

'জেঠু' সলমনের বাড়িতে নতুন সদস্য আসার অপেক্ষা?

Sshura Khan spotted visiting maternity hospital with Arbaaz Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:April 16, 2025 12:52 pm
  • Updated:April 16, 2025 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। প্রথমা স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তখন তাঁর সুখের ঘরকন্না। সেই আরহান খান এখন বাইশ বছরের। বিনোদুনিয়ায় পা দেওয়ার আগে সে এখন নিজের পডকাস্ট চ্যানেল নিয়ে ব্যস্ত। ওদিকে ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার বছর ছয়েক বাদে রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। এবার শোনা গেল, বিয়ের বয়স দেড় বছর হওয়ার আগেই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ৫৮ ছুঁইচুঁই আরবাজ।

অভিনেতা-প্রযোজক স্ত্রী সুরার হাত ধরে ডাক্তারের ক্লিনিক থেকে বেরতেই সলমন খানের জেঠু হওয়ার জল্পনা তুঙ্গে। মঙ্গলবার মুম্বইয়ের এক ম্যাটারনিটি ক্লিনিকের সামনে দেখা যায় দম্পতিকে। স্বামী-স্ত্রী দুজনেরই পরনে সাদা পোশাক। আরবাজের হাত ধরে খানিক পিছনে হাঁটছেন সুরা খান। পরনে ঢিলেঢালা পোশাক। আর দূর থেকে ফটোশিকারিদের লেন্সবন্দি মুহূর্ত দেখেই নেটপাড়ার অনুমান, ‘সুরার বেবি বাম্প স্পষ্ট।’ পাপারাজ্জিদের দেখে এদিন কিছুটা এড়িয়েই যান আরবাজ-সুরা। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তাহলে কি সুখবর লুকিয়ে রাখার জন্যই এত রাখ রাখ ঢাক ঢাক!

Advertisement

এই অবশ্য প্রথম নয়! তেইশ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ের পর থেকেই একাধিকবার আরবাজ-সুরার বাবা-মা হওয়ার জল্পনা রটেছে। এর আগে মুম্বইয়ের এক হাসপাতালে দম্পতিকে দেখেও জল্পনা ছড়িয়েছিল। সেসময়ে যদিও হেসে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আরবাজ খান, তবে এবার ব্যাপার যে খানিক সিরিয়াস, সেটা দম্পতির অভিব্যক্তিতেই ফুটে উঠেছে! তাহলে কি আরও একবার সলমন খানের জেঠু হওয়া শুধু সময়ের অপেক্ষা? জল্পনা তুঙ্গে।

Sshura Khan spotted visiting maternity hospital with Arbaaz Khan

২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের। মালাইকা ও আরবাজ়ের একটি ছেলেও আছে। তাঁর নাম আরহান খান। ছেলে আরহানের সঙ্গে বেশ মধুর সম্পর্ক আরবাজের। এমনকী, মালাইকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তারই মাঝে সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ। আর গুঞ্জন বলছে, এবার আরবাজ ও সুরার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের আগে বাড়িতে কীভাবে জানিয়েছিলেন গোটা বিষয়টি আরবাজ? এপ্রসঙ্গে বাবা সেলিম খান একবার জানিয়েছিলেন, “আমার মনে হয় না, এটা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন ছিল। ওর বয়স হয়েছে। ও শিক্ষিত, পরিণতমনস্ক, তাছাড়া নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ও শুধু আমার কাছে এসে বলেছিল যে- ‘আমি বিয়ে করছি।’ আমি বলেছিলাম- ‘ঠিক আছে।’ তাছাড়া আমি কারও ব্যক্তিগত জীবনে নাক গলানোর পক্ষপাতী নই। এতে সমস্যা বাড়ে বলে আমার মনে হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement