Advertisement
Advertisement
The Great Kapil Sharma Show

কপিলের শোয়ে সলমনকে অনুকরণ করলেন সুনীল গ্রোভার, কী প্রতিক্রিয়া ‘ভাইজানে’র?

কপিলের শোয়ে একি হল?

Sunil Grover immitate Salman Khan in Kapil Sharma

ছবি: কপিল শর্মার ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:June 20, 2025 2:32 pm
  • Updated:June 20, 2025 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ভাইজান সলমন খানকে অমান্য করে এমন সাধ্যি কার? বিশেষত তাঁর অনুজদের কাছে তাঁর কথাই শিরোধার্য। সলমন নিজে যতই মজায় মাতুন না কেন তার সঙ্গে একটু বুঝেশুনেই কথা বলেন সকলে। কিন্তু কপিলের শোয়ে একি হল?

Advertisement

চলতি মাসেই খবর ছিল যে কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে দেখা যাবে ভাইজানকে। শুধু তাই নয় এই সিজনের প্রথম এপিসোডেই নাকি দেখা মিলবে তাঁর। এই খবরে যারপরনাই খুশি ছিলেন ভাইজানের অনুরাগীরা। ২১ জুন থেকে নেটফ্লিক্সে শুরু হবে কপিল শর্মার শোয়ের স্ট্রিমিং। একইসঙ্গে থাকবেন নভজ্যোৎ সিং সিধু ও অর্চনা পূরণ সিং। এবার শোয়ের প্রথম অতিথি ভাইজানের সঙ্গে এই শোয়ের প্রথম পর্বের প্রোমো ভাইরাল সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ভাইজান সলমন খানকে। সঙ্গে রয়েছেন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। যদিও সুনীল এখানে রয়েছেন সলমনের বেশে। ছদ্মবেশ বললেও খুব ভুল হবে না। তবে এখানেই শেষ নয়। সলমনকে রীতিমতো অনুকরণ করছেন সুনীল। নেটফ্লিক্সের ইনস্টগ্রামে সেই ভিডিও ইতিমধ্যেই দর্শকের পছন্দ হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ‘দু’জন সিকন্দর’।

 

ঠিক কী দেখা যাচ্ছে সেখানে? ভাইজানকে অনুকরণ করে কী করছেন সুনীল? দেখা যাচ্ছে, একটা করে লাইন কপিল বলছেন আর তা সলমনকে বলার অনুরোধ জানাচ্ছেন। কিন্তু না, সলমনকে তা বলার বিন্দুমাত্র সুযোগ দিচ্ছেন না সুনীল। নিজেই সেসব গড়গড়িয়ে বলে চলেছেন। কপিল যদিও তাঁকে থামিয়ে বলছেন “দাঁড়ান আসল ব্যক্তিকে আগে বলতে দিন।” ভাইজানের বেশ ও তাঁর কথা বলার ভঙ্গিমা অনুকরণ করা দেখে সুপারস্টার নিজেই হেসে খুন। সলমনের হাসি যেন আর থামছে না নিজেকে এইভাবে দেখে। কপিলকে আবার জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে সলমনকে, “ভাই আপনি নিজে এত অ্যাটিটিউড দেখিয়েছেন কখনও?” উত্তরে সলমন বলছেন হাসতে হাসতে ”না”।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement