সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্নড় বিতর্কে বড়সড় স্বস্তি পেলেন অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান। ‘ঠাগ লাইফ’ ছবির প্রচারে কন্নড় ভাষা নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে বারবার বিতর্কে বিদ্ধ হয়ে চলেছেন অভিনেতা। ছবি মুক্তির পর তা প্রদর্শনেও বাধা সৃষ্টি করছেন ক্ষিপ্ত কন্নড়ভাষীরা। এবার কমল হাসানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, “শুধুমাত্র ভাষা নিয়ে একটা মন্তব্যের জেরে গোটা একটা ছবি মুক্তির পরেও প্রেক্ষাগৃহে দেখানো কি বন্ধ হতে পারে? এমন ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয়।” এরপরই কর্নাটক সরকারকে হস্তক্ষেপের নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, ছবিটি যাতে নিরাপদে সকলে সিনেমাহলে দেখতে পান, তা রাজ্যকেই সুনিশ্চিত করতে বলে সুপ্রিম কোর্ট।
এই ছবি কর্নাটকে দেখানো নিয়ে অসন্তোষের পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে আসছিলই না। কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফে মেগাস্টারের বিগ বাজেট ছবি ‘ঠাগ লাইফ’কে নিষিদ্ধ করা হয়। এখানেই শেষ নয় অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকে ক্ষমা চাইতে হবে এই দাবিও জানায়। এবার সেই বিষয়েও সুপ্রিম কোর্ট জানিয়েছে, “কমল হাসানকে এই কারণে কোনওরকম ক্ষমা চাইতে হবে না। কন্নড়পন্থী যে দলটি অভিনেতার মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আগামীতে এই ছবিকে ঘিরে যে কোনও বিরোধীতা করলে কর্নাটক পুলিশকে সেক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
কন্নড় ভাষার উৎস নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা কমল হাসান। চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। কর্নাটকের বাসিন্দাদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়। মেগাস্টারের বিরুদ্ধে ছবি-ফেস্টুন হাতেও বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। এরপরই কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমল হাসানের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। আর সেই বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি পড়ে প্রবীণ তারকার একগুঁয়েমিতে। মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ ছবিটি নিয়ে বহু দিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফ-সহ আরও অনেকে অভিনয় করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.