সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স নব্বইয়ের দোরগোড়ায়। জীবনের এই পর্যায়ে এসে নাতনির মৃত্যুশোক পেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুষমা শেঠ। সোশাল মিডিয়ায় আচমকাই মেয়ের মৃত্যুর খবর জানালেন অভিনেত্রী দিব্যা শেঠ। মাত্র ২৩ বছরেই প্রয়াত তাঁর মেয়ে মিহিকা শাহ।
দিল্লির থিয়েটার জগৎ থেকে সুষমা শেঠের উত্থান। শ্যাম বেনেগলের ‘জুনুন’ সিনেমার মাধ্যমে তাঁর বলিউড সফর শুরু। তার পর আর পিছনে ফিরে তাকাননি। ‘সিলসিলা’, ‘প্রেম রোগ’, ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘চাঁদনী’, ‘দিওয়ানা’ থেকে ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’, বহু সিনেমায় চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শকদের মুগ্ধ করেছেন। হিন্দি টেলিভশনেও কাজ করেছেন তিনি।
সুষমা শেঠের মেয়ে দিব্যাও হিন্দি টেলিভিশন ও সিনেমা জগতের পরিচিত মুখ। ‘হাম লোগ’, ‘দেখ ভাই দেখ’, ‘বনেগি আপনি বাত’, ‘অভিমান’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিনেমার তালিকায় রয়েছে ‘জব উই মেট’, ‘ইংলিশ ভিংলিশ’, ‘দিল ধড়কনে দো’, ‘আর্টিকেল ৩৭০’-এর মতো সিনেমা। গত ২৯ জুলাই মেয়ে মিহিকা ও মায়ের সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করেন দিব্যা। তিনজনেই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন।
View this post on Instagram
নিজের পোস্টের ক্যাপশনে দিব্যা লিখেছিলেন, “শুধুমাত্রই DNA বাস্তব, বাকটি কঠিন পরিশ্রম। এই মাতৃত্বকে ধন্যবাদ।” কিন্তু মঙ্গলবার ফেসবুকে আচমকাই মেয়ের মৃত্যুসংবাদ জানান দিব্যা। লেখেন, গত ৫ আগস্ট তাঁর মেয়ে মিহিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আজ অর্থাৎ বুধবার মিহিকার প্রার্থনাসভার কথাও জানান। কী হয়েছিল মিহিকার? একদিকে শোনা যাচ্ছে, অনেকদিন ধরেই ভুগছিলেন ২৩ বছরের তরুণী। অন্যদিকে আবার রটনা, আচমকাই জ্বর হয় মিহিকার। তার পর প্রবল খিঁচুনি। তার জেরেই নাকি প্রাণ হারান তিনি। যদিও দিব্যা এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়ার মতো পরিস্থিতিতে নেই বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.