Advertisement
Advertisement

Breaking News

Ranveer Allahbadia Swanand Kirkire

‘চোখের জলে ক্ষমা চেয়েছে, মাফ করে দিন’, রণবীর এলাহাবাদিয়াকে শিক্ষা দিয়েও পাশে গীতিকার স্বানন্দ

কী বললেন বলিউডের গীতিকার, লেখক?

Swanand Kirkire On Ranveer Allahbadia, Samay Raina Row
Published by: Sandipta Bhanja
  • Posted:February 16, 2025 3:27 pm
  • Updated:February 16, 2025 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিতর্কিত মন্তব্যের রেশে এখনও সরগরম নেটপাড়া। ইউটিউবারকে নিয়ে দ্বিবিভক্ত তারকামহলও। কেউ এলাহাবাদিয়ার পাশে থেকে ক্ষমা করার নিদান দিয়েছেন, আবার কারও বা হুমকি, ‘এহেন অশ্লীল রুচির ছেলেকে আমাদের হাতে ছেড়ে দিন। বাকিটা দেখে নেব।’ এবার রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে মুখ খুললেন স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire)। ইউটিউবারকে যথাযথ পাঠ দিয়েও তাঁকে ক্ষমা করে দিতে বললেন বলিউডের গীতিকার, লেখক।

স্বানন্দ সম্প্রতি এক বলিউড মাধ্যমের কাছে জানান, “মানছি, ওঁদের উচিত ছিল শালীনতা বজায় রাখা। আসলে ব্যাপারটা হল, ক্যামেরা এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে। এবং পরিবার বা বন্ধুবান্ধব, কার সামনে কোন কথা বলা উচিত, সেটার তফাত আমরা এখনও বুঝে উঠতে পারি না। এবার অন্তত ওদের ক্ষমা করে দেওয়া উচিত। ওরা তো ক্ষমা চাইছে। শুধু আমাদের দেশ কেন, গোটা পৃথিবীতে এর আগেও এমন অনেক মন্তব্য করেছেন অনেকে, যেটা করা উচিত হয়নি। সেগুলিও ভুল ছিল। সময় রায়না কিংবা রণবীর এলাহাবাদিয়া, ওঁদের যে শাস্তি প্রাপ্য ছিল, গোটা দেশ সেটা ইতিমধ্যেই দিয়েছে। ওঁরা তো চোখের জল ফেলে ক্ষমাও চেয়েছেন।” সেখানেই স্বানন্দ কিরকিরের সংযোজন, “আইনিভাবে এগুলোকে নিয়ন্ত্রণে আনা যায় না। বরং কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত আরও দায়িত্ববাণ হওয়া। অন্যথা কোনওদিন হয়তো কমেডি ইন্ডাস্ট্রির উপরই আইনি কোপ পড়বে। তখন অনেকগুলো কণ্ঠস্বর বন্ধ হয়ে যাবে।” উল্লেখ্য, সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়াকে ক্ষমা করে দেওয়ার নিদানের পাশাপাশি স্বানন্দ কিন্তু ইউটিউবারদেরও দায়িত্বশীল হওয়ার পাঠ দিয়েছেন, যাতে অদূরভবিষ্যতে কমেডি শোগুলির উপর আইনি নিষেধাজ্ঞা না জারি হয়। অনেকেই সায় দিয়েছেন বিশিষ্ট গীতিকার, লেখকের মন্তব্যে।

Advertisement

এদিকে সংশ্লিষ্ট ঘটনার জেরে লাগাতার খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। রোগীর ছদ্মবেশে তাঁর মায়ের ক্লিনিকে ঢুকেও হামলা চালিয়েছে কিছু লোক। সেই ঘটনা জানিয়ে এলাহাবাদিয়ার মন্তব্য, “‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে ওই মন্তব্য করা আমার সত্যিই ভুল হয়েছে। বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল, আমি মানছি। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি ভীষণ ভয়ে রয়েছি এবং কী করব বুঝতে পারছি না। আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলুন! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব বলেও জানিয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement