সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর আগেই ছিল যে ‘তাসখন্দ ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’ ছবির পর ‘দ্য দিল্লি ফাইলস’ তৈরি করছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। অক্টোবর মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এনে পরিচালক হইচই ফেলে দিয়েছিলেন, কারণ এই ছবির নাম ‘দ্য দিল্লি ফাইলস’ (The Delhi Files) হলেও সাবলাইনে উল্লেখ করেছেন ‘দ্য বেঙ্গল চ্যাপ্টারে’র কথা। অতঃপর বিবেকের এই সিনেমার সঙ্গে যে বাংলার একটা যোগ রয়েছে, তা আগেভাগেই আঁচ করা গিয়েছে। এবার সাধারণতন্ত্র দিবসে ঝলক প্রকাশ্যে এল।
‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে দেখা গেল আলো আঁধারি করিডরের মধ্য দিয়ে খুড়িয়ে হাঁটছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। উসকোখুসকো চেহারা প্রবীণ অভিনেতার। মুখে ভারতের সংবিধানের প্রস্তাবনা। সেখান থেকে বেরিয়ে ‘ভারতে স্বাগত’ জানিয়ে ধুলোধূসরিত দেওয়ালে আঁকা তেরঙ্গাধারী এক মেয়ের ছবির নিচে ক্লান্ত শরীরে শুয়ে পড়লেন মিঠুন। টিজারের মধ্য দিয়েই দেশের সমাজতন্ত্রের হয়ে সওয়াল করতে শোনা গেল তাঁকে। ১৯৪০ সালে দিল্লির রাজনীতিতে কোন দাবার চালের জন্য বাংলাকে ভুগতে হয়েছিল? সেই কাহিনিই তুলে ধরবেন বিবেক অগ্নিহোত্রী তাঁর ছবিতে।
চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রসঙ্গত, বিবকে অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। রয়েছেন সৌরভ দাসও। অনুপম খের, পল্লবী জোশি, পুনিত ইশারর সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন তাঁরা। যদিও টিজারে মিঠুন ছাড়া বাকি কাউকেই দেখা যায়নি। এই সিনেমার হাত ধরেই বিবেক তাঁর ‘ফাইলস ট্রিলজি’র বৃত্ত সম্পূর্ণ করলেন।
PRESENTING:
A tribute to the Constitution of India.From the makers of #TheDelhiFiles: The Bengal Chapter.
Witness an epic untold story this Independence Day, 2025. Releasing worldwide.#RightToLife@AbhishekOfficl #PallaviJoshi #MithunChakraborty #TejNarayanAgarwal… pic.twitter.com/0qtOu80OM0
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 26, 2025
এপ্রসঙ্গে আরেকটি প্রশ্ন আসে, ‘দ্য দিল্লি ফাইলস’ ছবির সঙ্গে বাংলার যোগ কীভাবে? বিবেক অগ্নিহোত্রী এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আসলে আমি প্রথমে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নাম দিতেই চেয়েছিলাম। কিন্তু পরে দিল্লি ফাইলসই রাখলাম। কারণ এই ছবির গল্পে বাংলার রাজনীতি দেখাব। এবং দিল্লির রাজনীতিতে তার প্রভাব দেখানো হবে। এই প্রভাবের কারণেই এই ছবির নাম ‘দিল্লি ফাইলস’, সঙ্গে সাব লাইনে বাংলার কথা রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.