Advertisement
Advertisement
Tollywood

বাম্পার ১৮! একগুচ্ছ ছবির ঘোষণা এসকে মুভিজের, নজর কাড়বেন পরমব্রত, অঙ্কুশ, শাকিব, শ্রাবন্তীরা

সব ছবিতেই রয়েছে চমকের পর চমক!

Tollywood production house eskay movies announce 18 new bengali movies
Published by: Akash Misra
  • Posted:November 12, 2024 6:17 pm
  • Updated:November 12, 2024 6:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো বাম্পার সারপ্রাইজ। একসঙ্গে ১৮ ছবির ঘোষণা! হ্য়াঁ, নতুন বছরে টলিপাড়ায় এমনই চমক দিতে চলেছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে ঝকঝকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসকে মুভিজ জানিয়ে দিল তাঁদের ঝুলিতে ১৮ টি ছবির লম্বা তালিকা। আর সব ছবিতেই রয়েছে চমকের পর চমক!

তালিকায় রয়েছে জীতু কমল, শ্রাবন্তী ও রাজতাভ দত্ত অভিনীত ‘আমি আমার মত’ ছবি। যার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। রয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ‘অপরিচিত’। যেখানে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী ও ইশা সাহাকে। এসকে মুভিজের ঝুলিতে রয়েছে ‘আপনজন’। যে ছবিতে দেখা যাবে জীতু কমল ও পায়েল সরকারকে। পরিচালক অংশুংমান প্রত্যুষ।

Advertisement

তালিকায় রয়েছে, পরিচালক সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’। এই ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে।

এখানেই শেষ নয়, রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের আরেকটি ছবি ‘সান্তা’। এই ছবিতে দেখা যাবে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনির্বাণ চক্রবর্তীকে।

পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দুটি ছবি রয়েছে এই তালিকায়। একটি ‘এখানে অন্ধকার’। আরেকটি হল ‘আবার হাওয়া বদল’। প্রথম ছবিটিতে পরমব্রতর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও পায়েল সরকার। আর পরেরটিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন।

অংশুমান প্রত্যুষের ছবি ‘অন্নপূর্ণা’ও রয়েছে তালিকায়। যেখানে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, ঋষভ বসু. দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও এই পরিচালকই তৈরি করছেন জীতু কমল ও শ্রাবন্তীর ‘বাবু সোনা’।

পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সরলাক্ষ হোমস’ ছবিটি খুব বড় চমক। এই ছবিতে রয়েছেন ঋষভ বসু, অর্ণ মুখোপাধ্যায়। তালিকায় রয়েছে ‘তবুও ভালোবাসি’। পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার। এই ছবিতে রয়েছেন আরিয়ান ও দেবত্তমা সাহা।

পরিচালক মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অন্যদিকে, পরিচালক রবীন্দ্র নাম্বিয়ার নিয়ে আসছেন নতুন রমকের প্রেমের গল্প। যেখানে দেখা যাবে শন বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু ও দিতিপ্রিয়া রায়কে। ছবির নাম ‘যদি এমন হতো’। তালিকায় রয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘চন্দ্রবিন্দু’। যার পরিচালক রাজা চন্দ। রয়েছে পরিচালক সায়ন্তন ঘোষালের ‘ভালোবাসি তোকে ভালোবেসে’। যেখানে জুটি বাঁধছেন রাজনন্দিনী পাল ও ঋষভ বসু। নজরে রয়েছে শ্রাবন্তী ও দিতিপ্রিয়ার ‘ডিয়ার ডি’ এবং অলকানন্দা বন্দ্যোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দর্শনা বণিক, মানসী সিনহা, সৌরসেনী মৈত্র, রাজনন্দিনী পাল অভিনীত ‘উড়নছু’। যার পরিচালক অংশুমান প্রত্যুষ। শেষপাতে বড় চমক বাংলাদেশের ভাইজান শাকিব খানের ছবি ‘দরদ’। যেখানে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement