অর্ণব আইচ: ফের স্টুডিওপাড়ায় দুর্ঘটনা। শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল টালিগঞ্জের এক টেকনিশিয়ানের। মৃতের নাম নিতাই দুয়া। বয়স ২৩। একটি শর্ট ফিল্মের শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, ঠাকুরনগর থানার নেতাজি নগরের বাসিন্দা নিতাই। প্রায় দেড় বছর ধরে স্টুডিওপাড়ায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করছেন তিনি। শুক্রবার পৈলানে শর্ট ফিল্মের শুটিং ছিল। শুটিং সেরে টালিগঞ্জের সোদপুরে এসেছিলেন তিনি। বেলা ৩.২৫ মিনিট নাগাদও আরবের এক বন্ধুর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে কথা বলেছিলেন। কিন্তু ৩.৩৫ মিনিট নাগাদ নিতাইয়ের বাড়িতে খবর আসে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। এমআর বাঙুর-এ নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানে পৌঁছেই ২৩ বছরের যুবকের মৃত্যুর খবর পান পরিবারের লোকেরা। কীভাবে যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন? তা এখনও জানা যায়নি।
[বড়পর্দায় ফের একসঙ্গে অজয় ও সইফ, ছবির নাম জানেন?]
প্রসঙ্গত, কিছুদিন আগেও শুটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছিল অনুষ্কা শর্মার ‘পরি’ সিনেমার শুটিং চলাকালীন। দক্ষিণ ২৪ পরগনার ভোজেরহাটে চলছিল ছবির শুটিং। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই টেকনিশিয়ানের মৃত্যু হয়। মুম্বইয়ের বাসিন্দা ছিলেন ওই টেকনিশিয়ান। অনুষ্কার ছবির শুটিংয়ে কাজ করতেই কলকাতায় এসেছিলেন। ঘটনার জেরে সেদিনের মতো শুটিং বন্ধ ছিল। ‘পরি’র অন্যতম প্রযোজক অনুষ্কা শর্মাই। ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন টেকনিশিয়ানের পরিবারের প্রতি।
[OMG! কালো বলে প্রিয়াঙ্কাকে মিস ইন্ডিয়া হিসেবে চাননি বিচারক!]