Advertisement
Advertisement

Breaking News

জটিল আর্থ-সামাজিক পরিস্থিতিতে ভালবাসার কথা বলবে ‘আর মাত্র কুড়ি মিনিট’

স্বল্প দৈর্ঘ্যের ছবির ট্রেলার নেটদুনিয়ায় সদ্যই মুক্তি পেয়েছে৷

Trailer release of 'R matro 20 minute'
Published by: Sayani Sen
  • Posted:January 12, 2019 6:03 pm
  • Updated:January 12, 2019 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বায়নের যুগে ইঁদুর দৌড়ে ব্যস্ত সকলে৷ সেই বিশ্বায়নই আজ ছিনিয়ে নিয়েছে বিশ্বাসের বন্ধন, ভালবাসা, মূল্যবোধ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কী করবেন একটি ছেলে-মেয়ে? তাঁরা একসঙ্গে বাঁচার স্বপ্ন দেখবেন নাকি তাঁরা একটু বেশি অর্থ উপার্জন করে চাইবেন নিজেদের অস্তিত্ব রক্ষা করতে? জটিল একটা আর্থ সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই ভালবাসার মানুষের আবার নতুন করে জীবন শুরুর গল্পই উঠে আসছে ‘আর মাত্র কুড়ি মিনিট’-এর পর্দায়৷

[গুগাবাবার প্রত্যাবর্তন, এবার হিন্দিতে আসছে ‘গুপী গাইন বাঘা বাইন’]

সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ তা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া জাগিয়েছে৷ অসংখ্য বড় মাপের বাংলা ছবির অভিনেতা প্রসূন গায়েন টলিপাড়ায় নিজের যোগ্যতাতেই খ্যাতনামা। ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘অ্যাকশন’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘অমানুষ’, ‘টার্গেট’, ‘ধনঞ্জয়’-সহ অজস্র ছবিতে অভিনেতা হিসাবে তিনি নিজের ছাপ রেখেছেন। এবার অভিনয়ের পাশাপাশি তিনিই রয়েছেন ক্যামেরার পিছনে। প্রসূন নিয়ে আসছেন শর্ট ফিল্ম ‘আর মাত্র কুড়ি মিনিট’৷ ছবিতে রয়েছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, পায়েল চক্রবর্তী, রাজা দত্ত, গোপাল তালুকদার, প্রদীপ ধর, শুভময় চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরি, জয়দেব দে, রাকেশ মুদি, কল্যাণ ভৌমিক, উজ্জ্বল কুমার দাস৷

Advertisement

R-MATRO-20-MINUTE

Advertisement

[কংগ্রেস বা বিজেপি, কাউকেই খুশি করতে পারল না ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’]

জীবনের এতগুলো বছর অভিনয় জগতে ছিলেন৷ পরিচালকের ভূমিকায় কেমন লাগছে তাঁর? প্রসূন জানান, পরিচালক হিসাবে আদৌ কাজ করতে পারেন কি না, তা জানার আগ্রহেই ‘আর মাত্র কুড়ি মিনিট’ ছবির করার কথা ভাবেন৷ পরিচালক হিসাবে কাজ করতে ভালই লাগছে৷ তবে অভিনয় না পরিচালনা কোনটা বেশি ভাল লাগছে, এই প্রশ্নের উত্তর দিতে এতটুকুও দ্বিধা করেননি তিনি৷ পরিবর্তে তাঁর সাফ উত্তর, অভিনয় হল তাঁর প্রথম প্রেম৷ তাই পরিচালক হিসাবে সাফল্য মিললেও, অভিনয় কোনওদিন ছাড়বেন না প্রসূন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ