Advertisement
Advertisement
urvashi rautela

ছাদনাতলায় আতঙ্ক! জ্যোতিষীর সাবধানবাণীতে আজও আইবুড়ো উর্বশী

উর্বশী কিন্তু আপাতত ব্যাচেলারই থাকতে চান!

urvashi rautela on her wedding
Published by: Akash Misra
  • Posted:November 25, 2024 7:01 pm
  • Updated:November 25, 2024 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:উর্বশীর গ্রহ-নক্ষত্রে দারুণ সমস্য়া। বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ভাবলেও জীবনে উঠবে ঝড়। জ্যোতিষীর কড়া নিষেধ, আগামী আড়াইবছর বিয়ে থেকে থাকতে হবে একশো হাত দূরে! আর তাই তো যতই উর্বশী-ঋষভ পন্থকে নিয়ে প্রেমচর্চা হোক, উর্বশী কিন্তু আপাতত ব্যাচেলারই থাকতে চান!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। উর্বশী জনপ্রিয় অভিনেত্রী, মডেল। কাজের কারণে এদেশ, বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। যাকে বলে একেবারেই দুরন্ত কেরিয়ার। রূপ লক্ষ্মী, গুণে সরস্বতী উর্বশীর পাত্র জুটছে না, একথা খোদ ব্রহ্মাও বিশ্বাস করবেন না। অবশেষে তিনি কেন, বিয়ের পিঁড়িতে বসবেন না,তা নিয়ে নানা জল্পনা-কল্পনা। ঠিক এমন সময়ই গোপন খবর নিজেই জানালেন উর্বশী।

Advertisement

এক সাক্ষাৎকারে উর্বশী জানালেন, ”আগামী আড়াই বছর কিছুতেই বিয়ে করতে পারব না। কেননা, আমার কুষ্ঠিতে কাটনি যোগ রয়েছে। জ্যোতিষীর কথায়, এই কাটনি যোগে বিয়ে করলে, সে বিয়ে টিকবে না। এছাড়াও জীবনে নানা বাধা আসবে। সেই কারণেই আগামী আড়াই বছর কোনও শুভ কাজ নয়!”

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার (Urvashi Rautela) সঙ্গে ক্রিকেটার ঋষভ পন্থের নাম জুড়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন। তবে এই নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি ঋষভ বা উর্বশী। এমনকী, রটে গিয়েছিল উর্বশী নাকি ঋষভকেই বিয়ে করবেন! সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে উর্বশী স্পষ্ট জানালেন, ‘ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগতই রাখতে চাই!’

উর্বশী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ”আমার সঙ্গে ঋষভের নাম জড়িয়ে নানা রসিকতা চলেছে। ভুয়ো খবরও রটেছে। আজকে সবাইকে একটা কথা স্পষ্ট করতে চাই। আমি ব্যক্তিগত জীবনকে, ব্যক্তিগত রাখতে চাই। এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য আমার কেরিয়ার। এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু এ ধরনের গুঞ্জন আমার ইমেজকে নষ্ট করছে। আর সেই কারণেই আজকে স্পষ্ট করলাম। যেদিন আমার প্রেম, বিয়ে নিয়ে বলার মতো কোনও কিছু থাকবে, আমি নিজে জানাব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement