সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ছবিতে সেভাবে তাঁকে দেখা যায় না। দক্ষিণী ছবিতে সম্প্রতি তেলুগু ছবিতে ৬৪ বছরের নায়কের সঙ্গে কোমর দুলিয়ে অবশ্য নেচে বিতর্ক বাঁধিয়েছিলেন উর্বশী রাউতেলা। কিন্তু এবার নতুন বিতর্কের মুখে নায়িকা। কয়েক মাস আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল স্নানঘরে তাঁর পোশাক বদলের ভিডিও। কিন্তু এবার উর্বশী সটান বলে দিলেন, ওই ভিডিও নাকি ইচ্ছাকৃত ভাবেই ফাঁস করা হয়েছিল।
অবশ্য উর্বশীর ওই ভিডিও আসলে ‘ঘুসপেঠিয়ে’ নামের এক ছবির দৃশ্য। আর সেই দৃশ্যটিই ছড়িয়ে দেওয়া হয়েছিল নেট দুনিয়ায়। সেই সময় উর্বশী অবাক হয়ে বলেছিলেন, কীভাবে ওই দৃশ্য ফাঁস হয়েছে তা নিয়ে কোনও ধারণাই নেই তাঁর। এবার তিনি বললেন সম্পূর্ণ অন্য কথা। জানালেন, ওই দৃশ্য ফাঁস হয়ে যাওয়াটা পুরোটাই সাজানো।
কিন্তু কেন? সেকথা বলতে গিয়ে নায়িকা জানাচ্ছেন, ছবির নির্মাতারা খুব টেনশনে ছিলেন ছবি নিয়ে। জমি বন্ধক রেখে তাঁরা ছবি বানিয়েছেন। তাই যেনতেনপ্রকারেণ ছবিটিকে সফল করতে উদগ্রীব ছিলেন। উর্বশী বলছেন, ”ওঁদের বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছিল। জমি-ভিটেও ছাড়ার উপক্রম। রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তাই তাঁরা আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলেন। আর তারপরই তাঁরা ওই ভিডিও নিয়ে আমার অনুমতি চান। এমন নয়, দৃশ্যটিতে আমি বিশেষ কিছু করেছিলাম। তবুও ওঁরা দৃশ্যটি আগেভাগে লিক করতে চাইছিলেন।”
প্রসঙ্গত, ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ৯ আগস্ট। ছবিতে উর্বশীর সঙ্গে ছিলেন বিনীতকুমার সিং, গোবিন্দ নামদেব এবং অক্ষয় ওবেরয়। কিন্তু যাবতীয় পরিকল্পনা সত্ত্বেও ক্রাইম ড্রামা গোত্রের ছবিটি বাজারে বিশেষ চলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.