Advertisement
Advertisement

Breaking News

Arun Bali

প্রয়াত অভিনেতা অরুণ বালি, শুক্রবারই মুক্তি পেল তাঁর শেষ ছবি ‘গুডবাই’

শেষ ছবিতে অমিতাভের বিপরীতে দেখা গিয়েছে অরুণ বালিকে।

Veteran Actor Arun Bali Expired | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 7, 2022 12:56 pm
  • Updated:October 7, 2022 1:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। আমির খান অভিনীত থ্রি-ইডিয়ট ছবি-সহ বলিউডের বহু সিনেমায় অভিনয় করেছিলেন অরুণ বালি। শুক্রবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, বহু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা অরুণ বালি। আক্রান্ত হয়েছিলেন স্নায়ুজনিত বিরল রোগে। চলতি বছরের গোড়ার দিক থেকে শরীর ভাল যাচ্ছিল না। জানুয়ারি মাসে এক বার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাঁকে।

Advertisement

অভিনেতার ছেলে অঙ্কুশ জানিয়েছেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই ম্যাসথেনিয়া গ্রাভিস নামের একটি রোগে ভুগছিলেন। এমন মারাত্মক রোগে আক্রান্ত হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরে স্নায়ু ও মাংসপেশির মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: অস্কার জিততে মরিয়া RRR, নিজের উদ্যোগে ১৫ টি বিভাগে মনোনয়ন জমা দিলেন এস এস রাজা মৌলি]

মূলত, নাটকের মঞ্চ থেকেই অভিনয় জীবনের কেরিয়ার শুরু। ১৯৯১ সালে চাণক্য নাটকে রাজা পুরুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। তারপর থেকেই বলিউডে অল্প বিস্তর ছবিতে অভিনয় করা শুরু। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, অভিনয়ের দক্ষতায় দর্শকদের মনে ছাপ ফেলেছিলেন অরুণ বালি। ‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অরুণ বালি কাজ করেছেন বলিউডের শীর্ষ স্থানীয় সব নায়কদের সঙ্গে। কর্মাশিয়াল ছবি ছাড়াও কয়েকটি ভিন্ন ধারার ছবিতেও অভিনয় করেছেন অরুণ বালি। শেষবার তাঁকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘গুডবাই’ ছবিতে। শুক্রবারই মুক্তি পেয়েছে এই ছবি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে বিনোদনজগতে।

[আরও পড়ুন: ‘টাপা টিনি’র সুরে মজে নব্যা নভেলি নন্দা, ভিডিও শেয়ার করে বিজয়ার শুভেচ্ছা বিগবি’র নাতনির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ