সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আচমকাই আহমেদাবাদের আকাশ কালো ধোঁয়া। ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পাঁচ মিনিটের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। একজন ব্যতীত ওই অভিশপ্ত বিমানের আর কোনও যাত্রী বেঁচে নেই। ঘটনাস্থলের দৃশ্য প্রত্যক্ষ করে শিউড়ে উঠছে গোটা বিশ্ব। কুণ্ডলী পাকিয়ে থাকা সেই লাশের ভিড়ে রয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের তুতো ভাইও।
বৃহস্পতিবার রাতেই স্বজন হারানোর খবর দিয়েছিলেন বিক্রান্ত। আহমেদাবাদের ভয়ানক উড়ান দুর্ঘটনার শোক যে তাঁর কাছে ব্যক্তিগত, সেকথা উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার এবং প্রিয়জনদের কথা ভেবে আমার মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ এই শোক আমার ব্যক্তিগত। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তাঁর ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিন।’ উল্লেখ্য, বিক্রান্তের শোকবার্তার পরই শোরগোল পড়ে যায় বিনোদুনিয়ায়। একের পর এক শোকবার্তার ভিড় জমতে থাকে অভিনেতার সোশাল মিডিয়া হ্যান্ডেলে। সকলেই ভেবেছিলেন, মৃত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত মাসের তুতো ভাই। তবে শুক্রবার সকালেই ধোঁয়াশা পরিষ্কার করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা।
বিক্রান্ত মাসে জানান, ওই বিমান দুর্ঘটনায় মৃত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে আদতে তাঁর রক্তের কোনও সম্পর্ক নেই। তিনি তুতো ভাই নন। ক্লাইভ আসলে তাঁদের পারিবারিক বন্ধু। নতুন পোস্টে সেকথা উল্লেখ করেই বিক্রান্ত জানান, ‘আর কোনও জল্পনা-কল্পনা করবেন না দয়া করে। অনুরোধ করছি, আমাদের পরিবার এবং প্রিয়জনদের শান্তিতে শোক পালন করতে দিন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.