সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই হিংসা কবলিত মুর্শিদাবাদে বাধ্য হয়ে শুটিং ‘দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার’-এর শুটিং বন্ধ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। বলিউড পরিচালক বরাবরই গেরুয়া শিবির ঘনিষ্ঠ। একাধিকবার বাংলার রাজ্য সরকারকে বিঁধে কথা বলেছেন। তবে এবার নববর্ষে বাংলায় শান্তি ফেরার প্রার্থনা নিয়ে মা কালীর কাছে প্রার্থনা করলেন বলিউড পরিচালক।
সোশাল মিডিয়ায় বিবেক লিখেছেন, ‘এই পয়লা বৈশাখে মা কালীর চৌকাঠে মাথা ঠেকিয়ে প্রার্থনা করলাম, বাংলায় যাতে শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। সাহস ও প্রজ্ঞার সঙ্গে জেগে উঠুক বর্তমান প্রজন্ম। দেশের নবজাগরণের নেতৃত্ব দিক তাঁরা।’ এরপরই নিজের পোস্টে বিবেক যা লিখলেন, তা নিয়ে বর্তমানে সরগরম নেটপাড়া। বলিউড পরিচালকের সংযোজন, ‘বাংলা যেন আরেকটা কাশ্মীর না হয়ে ওঠে।’ পশ্চিমবঙ্গের সঙ্গে কাশ্মীরের তুলনা টানায় পরিচালকের উপর ক্ষিপ্ত নেটদুনিয়ার একাংশ। তাঁদের কথায়, ‘আপনি দাদা, বাংলায় থাকেন না, জানেন না…।’ তবে আরেকাংশ আবার বিবেক অগ্নিহোত্রীর এহেন পোস্টে সায় জানিয়ে মুর্শিদাবাদ ‘ক্ষত’র সেরে ওঠার প্রার্থনা করেছেন। পোস্টের শেষপাতে অবশ্য নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মা কালীকে স্মরণ করেছেন বিবেক। তাঁর পোস্ট করা ছবিতে কখনও কালীঘাটের মাকালীর আদলে তৈরি মূর্তির ঝলক আবার কখনও বা ব্যাকগ্রাউন্ডে দেখা গেল স্বামী বিবেকানন্দ আঁকা গ্রাফিতি।
প্রসঙ্গত, ওয়াকফ বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। হয়েছে প্রাণহানিও। ভাঙচুর হয়েছে বহু বাড়িঘর-দোকান। জ্বলেছে পুলিশের গাড়ি। মালদহ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও সেই ক্ষোভের আঁচ রয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদেই ‘দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার’-এর শুটিং করার কথা ছিল বিবেকের। তাঁর অভিযোগ, এখন মুর্শিদাবাদের যা পরিস্থিতি তাতে রাজ্য সরকার বা প্রশাসনের উপযুক্ত সহায়তা না পেলে শুটিং করা সম্ভব নয়। তাই, আমরা বাধ্য হয়ে এর পর মুম্বইয়ে সেট তৈরি করে শুট করতে হবে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। বিবেকের দাবি, বাংলা যে দিকে এগোচ্ছে, সেটা কাশ্মীরের সঙ্গে তুলনীয়। পরিচালকের প্রশ্ন, “এটাই কি চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজির মাটি? এটাই কি সেই মহান নবজাগরণের জমি? মনে হচ্ছে বাংলা যেন নতুন কাশ্মীর।” এবার নববর্ষে শান্তি ফেরার বার্তা নিয়ে বিবেক অগ্নিহোত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.