স্টাফ রিপোর্টার: ব্যালকনিতে বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে জল নিতে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পিছন পিছন ঘরে ঢুকেছে এক দুষ্কৃতী! জল নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুষ্কৃতী। ধস্তাধস্তির মাঝেই শেষমেশ দুষ্কৃতী উধাও। এ পর্যন্ত পড়েই পাঠক নিশ্চয়ই সম্প্রতি বলিউডের ডাকাবুকো অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হওয়া দুষ্কৃতী হামলার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। সইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের ছবির প্রচারে নামলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তা নিয়েই নিন্দার ঝড়। প্রবল সমালোচনার মুখে ঋত্বিক চক্রবর্তী।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন ঋত্বিক স্বয়ং। যার সঙ্গে সইফের উপর হামলার মিল পেয়েছেন সকলেই। শুধু তাই নয়, সইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতীর মুখ ধরা পড়েছিল সিসি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে। তফাৎ একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম…’। তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।
নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। প্রথিতযশা অভিনেতা আমির খানকে তো নিজের ছবির প্রচারে ছদ্মবেশে গোটা দেশ চষে ফেলতে দেখা গিয়েছে। সেই প্রচার কৌশলেই অঙ্গ হিসাবে আমিরকে এমনকী হানা দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাত্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও। কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেয়নি নেটিজেনরাও। একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন ‘কমেন্টস বক্সে’। বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টলিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.