Advertisement
Advertisement

Breaking News

রবীন্দ্র প্রয়াণ দিবস

‘লহ প্রণাম’, ৭৮তম প্রয়াণ দিবসে প্রাণের ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য বিশ্বভারতীর পড়ুয়াদের

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার শ্রীনিকেতনে একগুচ্ছ অনুষ্ঠান৷

Students of Vishwabharati pay homage to Rabindranath Tagore
Published by: Sucheta Sengupta
  • Posted:August 8, 2019 5:28 pm
  • Updated:August 8, 2019 5:28 pm

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: সকাল থেকে ঝরঝর বরিষণ মুখর আবহাওয়া৷ এমনই একটি দিনে সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ আজ তাঁর ৭৮তম প্রয়াণ দিবস৷ সকাল থেকে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করছেন রাজ্যবাসী৷ তবে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে৷

[আরও পড়ুন: পূর্ব বর্ধমানে টিএমসিপি’র নতুন কমিটি, ক্ষোভ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়]

বৃহস্পতিবার ভোর ৫টায় গৌরপ্রাঙ্গনে বৈতালিকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৭টায় উপাসনা গৃহে উপাসনা শুরু হয়। সেখানে পাঠভবন এবং সংগীত ভবনের ছাত্রছাত্রীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন৷ প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব। সকাল ৯টা নাগাদ রবীন্দ্রভবনে শুরু হয় প্রদর্শনী। সন্তোষালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয় বিকাল ৪টে নাগাদ৷ সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা মণ্ডলীর চেয়ারম্যান বিবেক দেবরায়৷ আরেক অতিথি হিসেবে ছিলেন কলকাতায় নিযুক্ত চিনা কনসাল জেনারেল চালি ইয়ো৷ সন্ধে ৭টা নাগাদ লিপিকা গৃহে কবিগুরু স্মরণ অনুষ্ঠান। বাইশে শ্রাবণের অনুষ্ঠানে এদিন সমবেত হয়েছিলেন সব ছাত্রছাত্রী, আশ্রমিক৷ পাঠভবনের ছোট পড়ুয়া থেকে শুরু করে কলাভবনের ছাত্রছাত্রী, শিক্ষক– সকলেই কবিগুরু রচিত গান, আবৃত্তি, পাঠের মাধ্যমে তাঁকে সমবেতভাবে শ্রদ্ধা জানান৷ এটাই বিশ্বভারতীয় বরাবরের ঐতিহ্য৷ এবারের অনুষ্ঠানেও বরাবরের মতো নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী৷

Advertisement

[আরও পড়ুন: অনুরাগীদের আবদারে পার্লারে মেকওভার, রাণাঘাটের সেই রাণুকে এখন চেনাই দায়]

রবিঠাকুরের ইচ্ছাকে সম্মান জানিয়ে প্রতি বছরের মতো এবারও তাঁর প্রয়াণ দিবসে পরিবেশ সংক্রান্ত একটি প্রদর্শনীর আয়োজন করা হয় রবীন্দ্রভবনে৷ চলতি বছর বিশ্বভারতীতে দু’দিন ধরে পালিত হচ্ছে রবীন্দ্র প্রয়াণ দিবস৷ আজকের অনুষ্ঠানের পর শুক্রবারও একপ্রস্ত কর্মসূচি রয়েছে পড়ুয়াদের তরফে৷ ২৩ শ্রাবণ ভোর ৫টায় বৈতালিক শ্রীনিকেতনের পাকুড়তলায়। তারপর শ্রীনিকেতন মেলাপ্রাঙ্গণে হলকর্ষণ উৎসব। সেখানে উপস্থিত  থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা মণ্ডলীর চেয়ারম্যান বিবেক দেবরায়৷ বিকেলে ফুটবল ম্যাচ রয়েছে শ্রীনিকেতনের মাঠে।

Advertisement

দেখুন ভিডিও:

ছবি: রাজা ভকত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ