Advertisement
Advertisement
Yeh Kaali Kaali Ankhein Season 2 Review

প্রেম-প্রতিশোধের গল্প, কেমন হল ‘ইয়ে কালি কালি আঁখে’ সিরিজের দ্বিতীয় মরশুম?

নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ওয়েব সিরিজের নতুন এপিসোড।

Here is the review of Netflix web series Yeh Kaali Kaali Ankhein Season 2
Published by: Suparna Majumder
  • Posted:November 25, 2024 6:11 pm
  • Updated:November 25, 2024 7:08 pm  

সুপর্ণা মজুমদার: রোম্যান্স, ক্রাইম, থ্রিলার। ‘ইয়ে কালি কালি আঁখে’ ওয়েব সিরিজ (Yeh Kaali Kaali Ankhein Season 2) তৈরির নেপথ্যে এই তিন ফর্মুলা। প্রথম মরশুমেও যা ছিল, দ্বিতীয় মরশুমেও তার ব্যতিক্রম হল না। নেটফ্লিক্সের সিরিজের এবারের এপিসোডের সংখ্যা ছয়। তাতে টুইস্ট অ্যান্ড টার্নস অবশ্যই আছে। কিন্তু সবই যেন ‘ইঁদুর দৌড়’-এর মতো। শুধুই পালিয়ে বেড়ানো।

Yeh-Kaali-Kaali-Ankhein-Season-two-2

Advertisement

গল্পের সূত্রপাত হয়েছিল বিক্রান্ত আর পূর্বার ছোটবেলা থেকে। ‘আমার বন্ধু হবে?’ এই প্রশ্নই বিক্রান্তকে করেছিল পূর্বা। কিন্তু বিক্রান্ত তাতে রাজি ছিল না। এদিকে পূর্বা যে প্রভাবশালী অখিরাজ অবস্তির মেয়ে। তাঁকে উপেক্ষা করা কি অত সহজ। ছোটবেলায় বিক্রান্তের মুশকিল আসান হয়েছিল পূর্বা আচমকা বিদেশ চলে যাওয়ায়। কিন্তু ভাগ্যের ফের তাঁকে আবারও নিয়ে এল বিক্রান্তের জীবনে। বিক্রান্ত তখন শিখার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাঁর সঙ্গে সাধারণ জীবনের স্বপ্ন দেখছে।

বিক্রান্তের এই স্বপ্ন বাস্তবের মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। চাপে পড়ে পূর্বাকে বিয়ে করতে হয় তাঁকে। ভাগ্যের এই পরিহাস মেনে নিতে পারে না সে। পূর্বাকে খুনের ছক কষে। তাতেই শুরু হয় এক ভয়ংকর খেলা। সিরিজের নতুন এপিসোড শুরু হয় পূর্বার মায়ের গল্প দিয়ে। কিন্তু তার পর আবার বর্তমান সময়ের টানাপোড়েন শুরু হয়ে যায়। সাধারণ জীবন পেতে মরিয়া বিক্রান্ত মানুষের দেহ টুকরো টুকরো করে কাটতেও পিছপা হয় না।

Yeh-Kaali-Kaali-Ankhein-Season-two-3

বিক্রান্তের চরিত্রে তাহির রাজ ভাসিন আপ্রাণ চেষ্টা করেছেন। তবে তাঁর মুখে শুধুই ভয় আর উৎকণ্ঠার এক্সপ্রেশন দেখতে পাওয়া গিয়েছে। বরং পূর্বার ভূমিকায় আঁচল সিংয়ের অভিনয় প্রশংসনীয়। নিজের চরিত্রের রহস্য বজায় রাখতে সক্ষম হয়েছেন তিনি। শিখা হিসেবে শ্বেতা ত্রিপাঠি এবার পার্শ্ব চরিত্রের ভূমিকা পালন করেছেন। সিরিজের এই মরশুমে নতুন এন্ট্রি গুরমীত সিং। গুরমীতের সিক্স প্যাক অবশ্যই ভালো। তবে অভিনয় আরও একটু জোরদার হলে ভালো লাগত। বাকি চরিত্রে নজর কেড়েছেন সৌরভ শুক্লা, অরুণোদয় সিং, ব্রিজেন্দ্র কালরা, অনন্ত ভি. জোশী, হেতল গড়া, সুনীতা রাজওয়ার। তবে ‘ক্যাট অ্যান্ড মাউস গেম’ মূলত বিক্রান্ত ও পূর্বা চরিত্রকে কেন্দ্র করে। প্রেম-প্রতিশোধের এই যুদ্ধে জয় কার হবে? তা জানার জন্য পরবর্তী মরশুমের অপেক্ষা করতেই হবে। তবে এবারের ছটি এপিসোড ছন্নছাড়াভাব বেশি। তবে হ্যাঁ, সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত ‘ইয়ে কালি কালি আঁখে সিজন ২’তে সাসপেন্সের উপাদান অবশ্যই রয়েছে।

ওয়েব সিরিজ – ইয়ে কালি কালি আঁখে সিজন ২
অভিনয়ে – তাহির রাজ ভাসিন, আঁচল সিং, শ্বেতা ত্রিপাঠি, গুরমীত সিং, সৌরভ শুক্লা, অরুণোদয় সিং, ব্রিজেন্দ্র কালরা, অনন্ত ভি. জোশী, হেতল গড়া, সুনীতা রাজওয়ার
পরিচালনা – সিদ্ধার্থ সেনগুপ্ত

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement