Advertisement
Advertisement

Breaking News

The Perfect Couple Review

অস্কারজয়ী নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয়, ঈশান খট্টরের হলিউড ডেবিউ কি ‘পারফেক্ট’ হল?

নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে আর কে কে রয়েছেন?

Review of Netflix murder mystery The Perfect Couple, starring Nicole Kidman, Ishaan Khatter
Published by: Suparna Majumder
  • Posted:September 8, 2024 4:56 pm
  • Updated:September 8, 2024 5:46 pm

সুপর্ণা মজুমদার: বলিউড তারকাদের হলিউড নিয়ে স্বপ্ন প্রচুর থাকে। তবে সমস্ত স্বপ্নের পরিণতি সুখকর নাও হবে পারে। শাহিদ কাপুরের ভাই, পঙ্কজ কাপুরের ছেলের তকমা ঘুচিয়ে বি-টাউনে নিজের পরিচিতি গড়ে তোলার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন ঈশান খট্টর। এর মধ্যেই নেটফ্লিক্সের আমেরিকান ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাতে আবার রয়েছেন অস্কারজয়ী নিকোল কিডম্যান। সিরিজের নাম ‘দ্য পারফেক্ট কাপল’। কিন্তু সবকিছু ‘পারফেক্ট’ হল কই?

The-Perfect-Couple

Advertisement

মার্কিন লেখক ইলিন হিল্ডারব্র্যান্ডের লেখা উপন্যাস ‘দ্য পারফেক্ট কাপল’। তাই সুজ্যান বিয়ার পরিচালিত এই ছয় এপিসোডের ওয়েব সিরিজের ভিত। নিকোল কিডম্যান, ঈশান খট্টর ছাড়াও সিরিজে রয়েছেন লিয়েভ শ্রাইবার, ইভ হিউসন, মেগান ফাহেই, জ্যাক রেইনর, ডাকোটা ফ্যানিং, বিলি হাউলে, ডনি লিনের মতো একঝাঁক অভিনেতা। কিন্তু কারও অভিনয়ই মন কাড়ল না।

[আরও পড়ুন: যৌন হেনস্তা ‘অনিচ্ছাকৃত’, অরিন্দম শীলের দাবি নিয়ে লীনা গঙ্গোপাধ্যায় কী বলছেন? ]

সিরিজে গ্রির গ্যারিসন উইনবেরি নামে এক জনপ্রিয় লেখিকার চরিত্রে অভিনয় করেছেন নিকোল। তিন ছেলে গ্রিরের। মেজো ছেলে বেঞ্জির (বিলি হাউলে) বিয়ে উপলক্ষে গোটা পরিবার একত্র হয়। বিলাসবহুল জীবন। বনেদি বড়লোক উইনবেরি পরিবার। তবে বেঞ্জি বিয়ে করছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে এমিলিয়াকে। আর এই বিয়েতে তাঁর ‘বেস্ট ম্যান’ শুটার ডিভাল। এই চরিত্রেই ঈশান খট্টর অভিনয় করেছেন। সমস্ত কিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল। আচমকা বিয়েতে অতিথি হয়ে আসা এমিলিয়ার বান্ধবী মেরিট (মেগান ফাহেই) খুন হয়ে যায়। তাতেই সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়। একের পর এক রহস্য ফাঁস হতে থাকে।

তবে রহস্য যত না বেশি, তার থেকে বেশি ছন্নছাড়া ভাব। গোটা সিরিজেই অযত্নের ছাপ। কখনও গ্রির-ট্যাগের সম্পর্কের কঙ্কালসার দেখানোর চেষ্টা, আবার কখনও বেঞ্জি, এমিলিয়া ও শুটারের ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েন। এর মধ্যেই আবার গ্রিরের বড় ছেলে থমাস ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অ্যাবির বেসামাল জীবনের গল্প। এত কিছুর মধ্যে আসল গল্পই যেন হারিয়ে গিয়েছে। সিরিজের শেষে নাচের দৃশ্যটি বড় বেমানান মনে হয়েছে। রইল কথা ঈশান খট্টরের। অভিনয়ের কোনও সুযোগই তিনি পাননি। কেবল বেঞ্জির ‘বেস্ট ম্যান’ এবং এমিলিয়ার ‘আকর্ষণ’ হয়েই রয়ে গিয়েছেন। এর থেকে অর্থবহ চরিত্র কীভাবে পাবেন বা করবেন, তা নিয়ে এবার অভিনেতার ভাবা উচিত।

Ishaan

ওয়েব সিরিজ: দ্য পারফেক্ট কাপল
অভিনয়ে – নিকোল কিডম্যান, ঈশান খট্টর, লিয়েভ শ্রাইবার, ইভ হিউসন, মেগান ফাহেই, জ্যাক রেইনর, ডাকোটা ফ্যানিং, বিলি হাউলে, ডনি লিন প্রমুখ
পরিচালনায় – সুজ্যান বিয়ার

[আরও পড়ুন: ‘সাইজ কত’ জানতে চেয়ে মেসেজ! যৌন হেনস্তার অভিযোগে পালটা জয়জিতের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement