Advertisement
Advertisement
Soumitra Chatterjee

‘অভিভাবকহীন’ টলিউড, সৌমিত্রর স্মৃতিচারণায় প্রসেনজিৎ, আবির, শাশ্বতরা

বাংলা সিনেমার রাজপুত্রকে নিয়ে নস্ট্যালজিক টলিউড তারকারা।

Tollywood Actors Pay tribute to Late Actor Soumitra Chatterjee | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 15, 2021 5:34 pm
  • Updated:November 15, 2021 8:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি কারও কাছে সৌমিত্র কাকু আবার কারও কাছে সৌমিত্র জ্যেঠু। কারও কাছে বাংলা সিনেমার গোটা একটা ইনস্টিটিউশন। আর তাই তো সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে (Soumitra Chatterjee) হারিয়ে টলিউড অভিভাবকহীন। দেখতে দেখতে এক বছর কেটে গেল। বাংলা সংস্কৃতি জগতের প্রবাদপ্রতিম মানুষটিকে হারিয়ে এখনও যেন কিছুটা থমকে রয়েছে টলিপাড়া। তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। আর তাই তো ১৫ নভেম্বর, সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে সকাল থেকেই বাংলা সিনেমার ‘রাজপুত্র’-এর স্মৃতিচারণায় ভেসে গেলেন টলিউড তারকারা।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”তোমায় নতুন করে কী বলব কাকু? তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা, ভালবাসার জায়গা। তোমার অভিনয় দক্ষতা নিয়ে আমি কী বা বলতে পারি? সেটা তো গোটা দুনিয়া জানে। ভালো থেকো সৌমিত্র কাকু।” পোস্ট করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবিও।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ‘লড়াই করে বাঁচা বাবার থেকেই শিখেছি’, সৌমিত্রের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় কন্যা পৌলমী]

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই মধুর হাসি এখনও যেন অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়ের (Abir Chatterjee) চোখে আটকে রয়েছে। তাই হয়তো সৌমিত্রর হাসিটাকেই সবচেয়ে বেশি মিস করেছেন আবির। সোশ্য়াল মিডিয়ায় সৌমিত্রর ছবি পোস্ট করে আবির লিখলেন, ”এই হাসিটাই থেকে যাক চিরকাল মনের ভিতরে।”

সদ্য মুক্তি পাওয়া ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে সৌমিত্রর সঙ্গে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায়। সেই সিনেমার ছবি পোস্ট করে শাশ্বত লিখলেন, ”সৌমিত্র জ্যেঠুর সঙ্গে ছবির শুটিংয়ের মুহূর্তগুলো আমার সারাজীবনের প্রাপ্তি।”

 

মুক্তির প্রতীক্ষায় রয়েছে সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে নিয়ে তৈরি পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বায়োপিক ‘অভিযান।’ সৌমিত্রের প্রয়াণের পরই প্রকাশ্যে এসেছিল এই ছবির ট্রেলার। কিংবদন্তি অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত চট্টোপাধ্য়ায় লিখলেন, ‘আগের বছর এই সময়টায় আমি ছিলাম হিমাচলপ্রদেশে। ওনার শেষ যাত্রায় থাকতে পারিনি। এবারেও প্রিয় শহর ছেড়ে অনেকটা দূরে। একদিক থেকে ভাবলে মনে হয়, এই ভালো – ওনার মতো একজন পরম বন্ধুর চলে যাওয়ার কষ্টটা দূরে থেকে নিভৃতে, নির্জনে নিজের মতো করে ভাগ করে নিই। উনি কাজ বড্ড ভালোবাসতেন, চেষ্টা করবো আজকের দিনটায় কাজের মধ্যে ডুবে থাকতে। আসলে, এই মনঃকষ্ট একান্তই ব্যক্তিগত, যেটা শব্দে নয়, আমার কাছে অনুভূতিতে মানায়!’

[আরও পড়ুন: অবশেষে আসছে ‘টনিক’! এবারের জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দেবেন দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ