Advertisement
Advertisement

নিজের বায়োপিকের পরিচালক কঙ্গনাই!

ছবির চিত্রনাট্যকার ‘বাহুবলী’ খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ।

Kangana Ranaut to direct her biopic
Published by: Bishakha Pal
  • Posted:February 14, 2019 6:27 pm
  • Updated:February 14, 2019 10:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক হিসেবে কঙ্গনা রানাউতের পরিচয় আগেই হয়েছে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির সহ-পরিচালক ছিলেন তিনি। এবার সরাসরি পরিচালনায় আসতে চলেছেন অভিনেত্রী। দিনকয়েক আগেই অভিনেত্রী নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন যদি তাঁকে নিয়ে কোনও বায়োপিক হয় তবে তিনি নিজেই তা পরিচালনা করবেন।

বলিউডে এখন বায়োপিকের রমরমা। আগে মাঝেমধ্যে এক আধটা কারোর জীবন অবলম্বনে ছবি হত। কিন্তু কয়েক বছর ধরে বায়োপিক ট্রেন্ডে চলে এসেছে। এবছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ঠাকরে’ ও ‘মণিকর্ণিকা’। প্রথমটি মনমোহন সিংয়ের রাজনৈতিক জীবন সম্পর্কে। দ্বিতীয়টি বাল ঠাকরের বায়োপিক আর তৃতীয়টি রানি লক্ষ্ণীবাঈয়ের কাহিনি। ভ্যালেন্টাইনস ডে-র দিন মুক্তি পেল ‘গাল্লি বয়’। এটি স্ট্রিট ব়্যাপার ডিভাইনের জীবন নিয়ে তৈরি। তালিকায় রয়েছে ‘স্পেশাল ৩০’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এর মতো ছবি। এছাড়া আগে যেসব বায়োপিক মুক্তি পেয়েছে, যেমন- ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘যোধা আকবর’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দঙ্গল’ বা ‘সঞ্জু’ হিট। ফলে নিজের জীবন পর্দায় তুলে আনার স্বপ্ন যদি কঙ্গনা দেখে থাকেন, তা যুগোপযোগী। কিন্তু এত তাড়াতাড়ি! কঙ্গনা রানাউত অবশ্য এসব নিয়ে ভাবেন না৷ তাঁর জীবন সংগ্রামে ভরা। এছাড়া প্রচুর অভিযোগও রয়েছে তাঁর নামে। সেসবই তিনি সেলুলয়েডে হাজির করতে চান।

Advertisement

গল্প হলেও সত্যি, এই ১০ ছবির শুটিংয়ে মিলনে লিপ্ত হয়েছিলেন নায়ক-নায়িকারা ]

Advertisement

তবে কঙ্গনার বায়োপিকের নাম এখন ও ঠিক হয়নি। কিন্তু টিম তিনি ঠিক করে ফেলেছেন। ছবির চিত্রনাট্য লিখবেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘বাহুবলী’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। টেকনিকাল টিমের জন্য তিনি ‘মণিকর্ণিকা’ ছবির টিমটিকেই বেছেছেন। সূত্রের খবর, ছবিটি কঙ্গনার কোনও প্রচার নয়। তাঁর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে ছবিতে। এবছরের অক্টোবরে শুরু হবে ছবির শুটিং।

‘কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব’, কঙ্গনা প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ