Advertisement
Advertisement

Breaking News

‘গীতশ্রী’র কণ্ঠে অনন্য সংগীতমেলা, মঞ্চ মাতালেন অরিজিৎ-শান

উত্তীর্ণ মুক্তমঞ্চে বাংলা সংগীত মেলা ২০১৮-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee inaugurates SangeetMela
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2018 10:52 am
  • Updated:December 15, 2018 10:52 am

স্টাফ রিপোর্টার: উত্তীর্ণ সন্ধ্যা! বাংলা সংগীত মেলা ২০১৮-র ক্যাপশানটা বোধহয় এটাই। ৮৮ বছর বয়সে সন্ধ্যা মুখোপাধ্যায় গান ধরলেন, ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে…। কিংবদন্তি শিল্পীর বয়সের কাছে সুরেলা কণ্ঠ তখন নিতান্তই আঠেরো। উত্তীর্ণ মুক্তমঞ্চের শ্রোতারা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন ‘গীতশ্রী’কে। জীবন্ত কিংবদন্তির পায়ে হাত দিয়ে নমস্কার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “নিজের সুর দিয়ে সকলকে আশীর্বাদ করে গেলেন সন্ধ্যাদি।” আর তার একটু আগেই মুম্বইখ্যাত বঙ্গসন্তান অরিজিৎ, শান অলোকোজ্জ্বল করে তুললেন সংগীত মেলার মঞ্চকে।

[ভুয়ো ডিগ্রি নিয়ে সিএমআরআইতে ডাক্তারি, ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ]

শুক্রবার উত্তীর্ণ মুক্তমঞ্চে বাংলা সংগীত মেলা ২০১৮ ও বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক সূত্রপাত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের মঞ্চ থেকেই সম্মান জানানো ২০ জন শিল্পীকে। তাঁদের হাতে ‘সংগীত সম্মান’ ও ‘সংগীত মহাসম্মান’ তুলে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “সংস্কৃতি, সুরের কোনও গণ্ডি নেই। গানই মানুষের প্রাণ। মুম্বই গিয়ে বাংলার সংস্কৃতিকে ভোলেননি শিল্পীরা।” বাংলার আর এক খ্যাতনামা শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় অসুস্থ। অনুষ্ঠানে আসতে পারেননি। আগের বছর এসেছিলেন। এবছর মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন। দ্বিজেন মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[ফাঁস রুখতে নয়া পদক্ষেপ, পুলিশের সামনেই খোলা হবে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র]

বাংলার লোকশিল্পের প্রসারে শিল্পীদের সাম্মানিক ও অন্যান্য সুযোগসুবিধা প্রদান করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই বলেন, “দু’লক্ষ লোকপ্রসার শিল্পী আছেন যাঁদের ১০০০ টাকা মাসিক সাম্মানিক দেওয়া হয়। এবছর সাতদিন ধরে সংগীত মেলা ও লোকসংস্কৃতি উৎসব চলবে। পাড়ায় পাড়ায় সংগীত মেলা হচ্ছে। আগামিদিনে তা তৃণমূলস্তরে অর্থাৎ ব্লকে ব্লকে পৌঁছে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর অনুরোধে এদিন উত্তীর্ণের মঞ্চে গান শোনান অরিজিৎ, শান, রূপঙ্কর, প্রতীক, ইন্দ্রনীল, শ্রাবণী, মনোময়রা। লোক সংস্কৃতির উজ্জ্বল ছবিটা ধরা পড়ে যখন পাশাপাশি দাঁড়িয়ে গান শোনান ভাওয়াইয়া, বাউল, আদিবাসী শিল্পীরা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ