Advertisement
Advertisement

Breaking News

‘ময়ূরাক্ষী’-এর মুকুটে নয়া পালক, মিলল সেরার স্বীকৃতি

উচ্ছ্বসিত গোটা টিম৷

'Mayurakshi' Wins Award at Singapore South Asian Film Festival
Published by: Sayani Sen
  • Posted:October 15, 2018 7:49 pm
  • Updated:October 15, 2018 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ময়ূরাক্ষী’-এর মুকুটে নয়া পালক৷ সিঙ্গাপুর সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা বিভাগে পুরস্কৃত হয়েছে এই সিনেমাটি৷ বাবা ও ছেলের এই গল্প আগেই মন ছুঁয়েছিল দর্শকদের৷ সেরার শিরোপা পেয়ে উচ্ছ্বসিত গোটা টিম৷

[#MeToo কলঙ্কিতদের সঙ্গে কাজ নয়, ঘোষণা মহিলা পরিচালক ব্রিগেডের]

সম্পর্ক বয়ে চলে নদীর মতো। জীবনের নানা গতিপথে নিজস্ব ছন্দে সে এগিয়ে যায়। প্রবহমান এই সম্পর্কের কাহিনি নিয়েই তৈরি হয়েছিল ‘ময়ূরাক্ষী’৷ সম্পর্ক কোনও ‘রূপকথা নয়’, তা বারবার নিজের ছবির মাধ্যমে বলে এসেছেন অতনু ঘোষ। এবারেও বাবা ও ছেলের সম্পর্কের বাস্তব দিক ফুটিয়ে তুলেছেন পরিচালক। এই দুই সম্পর্কের সমীকরণই পর্দায় তুলে ধরেছিলেন তিনি। আর চেনা সম্পর্কের এই অচেনা কাহিনিতে বহুদিন পর একফ্রেমে দেখা গিয়েছিল বাংলা সিনেমার দুই জীবন্ত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

Advertisement

[কতটা ‘আনলিমিটেড’ ‘হইচই’ করলেন দেব? হলে যাওয়ার আগে জেনে নিন]

একাধিক পুরস্কার ঝুলিতে রয়েছে ‘ময়ূরাক্ষী’-এর৷ গানের জন্য আগেই ঝুলিতে এসেছিল পুরস্কার৷ এবার সিঙ্গাপুর সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘ময়ূরাক্ষী’৷ নতুন এই সম্মান ঝুলিতে আসার পর খুশি গোটা টিম৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ