সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রথমে দেখতে…, হিন্দি প্রবচন বলে ‘পহেলে দর্শনধারী…। সেক্ষেত্রে আচমকা ভাইরাল হওয়া অবশ্যই সম্ভব। সেই কারণেই তো মহাকুম্ভে বিড়ালাক্ষী মালাপসারিণীকে নিয়ে উত্তাল দেশ। নাম মোনালিসা ভোঁসলে। কদিন আগেও পেট চালাতে কুম্ভ মেলার মাঠে পাথরের মালা বিক্রি করছিলেন। সেই তিনই কি এবার রুপোলি দুনিয়ায় পা দিতে চলেছেন? তাও আবার কুম্ভের মাঠ থেকে সরাসরি আল্লু অর্জুনের নায়িকা?
মোনালিসা নামের মধ্যেই রয়েছে সুন্দরের টান। ১৫০৩-এর দ্য ভিঞ্চির ছবি ২০২৫-এও যে অম্লান তা বুঝিয়ে দিল মহাকুম্ভ। তাই সৌন্দর্যপিয়াসীর ঠিক নজরে পড়ে গেল মেলার মাঠে পাথরের মালা বিক্রেতা ওই তরুণীকে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন ইন্দোরের ষোড়শী। এমনকী রাতারাতি তারকা বনে গিয়েছেন তিনি। তবে খ্যাতির বিড়ম্বনায় ঝামেলাতেও পড়েন মোনালিসা। জনতার সেলফির আবদারে জেরবার তরুণীর ব্যবসা লাটে ওঠে! এমনকী শেষতক মেলা ছেড়ে চলে যান তিনি। এর মধ্যেই অবশ্য ভালো খবরও সামনে আসছে। কী সেই সংবাদ?
आज मेरा मेकअप शिप्रा मेकओवर ब्यूटी सैलून द्वारा किया गया 😍😍 धन्यवाद ❣️ pic.twitter.com/zSJr8NtIRG
— Monalisa Bhosle (@MonalisaIndb) January 20, 2025
শোনা যাচ্ছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। সত্যিই যদি এমনটা হয় তবে তো ভাগ্যের চাকা ঘুরে গেল! যে মেয়ে স্কুলের গণ্ডি ছোঁয়নি কোনওদিন। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই পেশা। ভাইরাল হওয়ার পর বিরক্ত তরুণী বলেন, “লোকে আমার তৈরি মালার থেকেও আমার প্রতি বেশি আগ্রহী। বিক্রি নেই। যেখানে যাচ্ছি পিছনে লোক দৌড়োচ্ছে। এ বছরের মেলা আমার সর্বনাশ করে দিল।”
প্রাথমিক ভাবে জীবনের চাকা সত্যিই ঘুরতে শুরু করেছে মোনালিসার। ইতিমধ্যে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নতুন করে সাজিয়ে তুলেছেন। সেই ভিডিও মোনালিসা ভোঁসলে নামের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অতএব, আল্লুর নায়িকা হতে পারুন বা না পারুন, সোশাল মিডিয়াতেই আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.