Advertisement
Advertisement

Breaking News

নীতীন কুমার

‘হিংসা ভুলে শান্তি ফেরাতে ভরসা গান’, যোগদিবসে নয়া ভাবনা নীতীনের

শনিবার থেকেই ইউটিউবে দেখা যাবে নীতীনের গান ‘ভালবাসা বারণ’৷

Music therapist Nitin Kumar to launch music video tomorrow
Published by: Sayani Sen
  • Posted:June 21, 2019 2:56 pm
  • Updated:June 21, 2019 3:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, আজ রেড লেটার ডে নয়৷ তবুও আজকের দিনটার মাহাত্ম্য অন্যরকম৷ বুঝতে পারছেন না তো? আচ্ছা না হয় একটু খোলসা করেই বলা যাক৷ আজ যেমন ‘যোগ দিবস’, তেমনই আবার ‘সংগীত দিবস’ও বটে৷ আর এমন এক বিশেষ দিনকেই কাজে লাগালেন কলকাতার সংগীতকার নীতীন কুমার৷ নিজের তৈরি মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তির ভাবনাচিন্তা করছেন তিনি৷ 

[ আরও পড়ুন: সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন নবনীতা দেবসেন]

জীবনে ব্যস্ততা রয়েছে৷ মানসিক চাপ নতুন কিছু নয়৷ কিন্তু সেই ব্যস্ততার মাঝেও নীতীনকে স্বস্তি দেয় সুর, তাল, ছন্দ৷ গানের প্রতি অমোঘ টান৷ সুরের মূর্চ্ছনাই যেন অক্সিজেনের আধার তাঁর৷ জীবনের চড়াই-উতরাইয়ের একমাত্র সঙ্গী গান৷ এমনই সংগীতপ্রেমী এক মানুষের কাছে বর্তমান সমাজের পরিস্থিতি বড় উদ্বেগের কারণ৷ নীতীনের কথায়, ‘যত দিন যাচ্ছে কেমন বদলে যাচ্ছে গোটা পৃথিবী৷ বাড়ছে রাগ, হিংসার মতো ঘটনা৷ সম্পর্কের সমীকরণও বদলাচ্ছে৷ বাড়ছে বিচ্ছেদ৷ এই পরিস্থিতিতে একমাত্র গানই পারে মানুষকে শান্তি দিতে৷’ যোগব্যায়াম যেমন মানুষকে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যশক্তি বাড়াতে সাহায্য করে৷ গানও একই ভূমিকা পালন করতে পারে বলেই আশাবাদী নীতীন৷

Advertisement

[ আরও পড়ুন: অস্থির সময়ে বন্ধুতার উৎসব, কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’]

শুধু নিজে নন৷ মেয়েকেও ইতিমধ্যেই গানের জগতের সঙ্গে পরিচয় করার কাজ শুরু করেছেন নীতীন৷ গিটার বাজিয়ে বাবা গান না গাইলে নাকি ঘুমই আসে না একরত্তির৷ মেয়ের মতোই বিভিন্ন বসতি এলাকার কচিকাঁচাদেরও গান শেখান নীতীন৷ মাঝেমধ্যেই গিটার হাতে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি৷ বসতি এলাকার প্রতিভাসম্পন্ন কচিকাঁচাদের গান শেখান নীতীন৷ সংগীতপ্রেমীর উদ্যোগে মুখের হাসি চওড়া হয় খুদেদের৷ এবার কাজের পরিসরের বিস্তৃতির আশায় ‘ভালবাসা বারণ’ নামে একটি গানই বানিয়ে ফেলেছেন নীতীন৷ শনিবার থেকেই ইউটিউবে দেখা যাবে নীতীনের গান৷ বার্তা একটাই, সুস্থ জীবনের জন্য ভালবাসাই একমাত্র উপায়৷ এই গান সকলের মন ছোঁবে বলেই আশা নীতীনের৷

Advertisement

দেখুন টিজার:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ